বড় পেটে বাড়ে মৃত্যুর ঝুঁকি..

শরীরের নিয়মিত কর্মকাণ্ডের তারতম্যে হঠাৎ হৃদস্পন্দন বন্ধ হয়ে গেলে মানুষের মৃত্যু হতে পারে। সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে, পেটের আকার বড় হলে হৃদপিণ্ড আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যায় অনেকগুণ। অতিরিক্ত বড় পেট হৃদপিণ্ডে রক্তপ্রবাহে ব্যাঘাত ঘটিয়ে এই সমস্যার সৃষ্টি করতে পারে।

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য বিষয়ক একটি জার্নালে ৫৪ বছর বয়সী ১৪ হাজার নারী ও পুরুষের ওপর প্রায় ১৩ বছর ধরে চালানো তথ্য প্রকাশ করা হয়েছে। এদের প্রত্যেককে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার আওতায় রাখা হয়েছিলো। গবেষণায় অংশগ্রহণকারীদের মধ্যে ২৫৩ জন আকস্মিকভাবে হৃদক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন।

গবেষকরা জানান, যারা মারা গেছেন তারা সবাই-ই স্থুলতায় ভুগছিলেন। এছাড়া হাইপারটেনশন, কোলস্টেরলজনিত সমস্যাও তাদের ছিল। তবে এগুলো বাদে যাদের নিতম্বের তুলনায় কোমরের অনুপাত প্রায় দ্বিগুন তাদের আকস্মিক মৃত্যু ঝুঁকি অন্যান্যদের তুলনায় বেশি।

এ বিষয়ে হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার আহমেত সেলকুক অ্যাডাবাগ বলেন, এভাবে মৃত্যুর কারণ সম্পর্কে আমরা সঠিকভাবে নিশ্চিত নই, তবে সাধারণ স্থুলতার তুলনায় তলপেটের স্থুলতা বেশি ঝুঁকিপূর্ণ।



মন্তব্য চালু নেই