বড়দিনে দীপিকার পাগল ভক্তর কাণ্ড
বিশেষ দিবস কিংবা যেকোনো উৎসবে বলিউড তারকাদের বাসার সামনে ভক্তরা সমবেত হন উপহার সামগ্রী নিয়ে। সেই ধারাবাহিকতায় এবার বড়দিন উপলক্ষে দীপিকার বাসার সামনে হাজির হয়েছিলেন এক উন্মাদ ভক্ত। যিনি সারাদিন ফুল হাতে দাঁড়িয়েছিলেন প্রিয় তারকার বাসার সামনে।
বড়দিন উপলক্ষে বর্তমানে মালদ্বীপ অবস্থান করছেন দীপিকা পাড়ুকোন। সেখানে তিনি একটি বাংলোতে পুরো পরিবারের সঙ্গে বড়দিন উদযাপন করছেন। আর এদিকে তার এক ভক্ত ফুল হাতে মুম্বাইয়ের বাসার সামেন সারাদিন দাঁড়িয়ে ছিলেন।
উল্লেখ্য, বড়দিনের আয়োজন শেষ করে যুক্তরাজ্যে যাচ্ছেন দীপিকা। সেখানে প্রেমিক রণবীরের সঙ্গে নতুন বছর উদযাপন করবেন বলে জানা গিয়েছে।
মন্তব্য চালু নেই