মেসিই সর্বকালের সেরা: ভিয়া

লিওনেল মেসির শ্রেষ্ঠত্ব নিয়ে কোনই সন্দেহ নেই তার একসময়কার ক্লাব সতীর্থ ডেভিড ভিয়ার। আর্জেন্টাইন এই ক্ষুদে যাদুকরকে সর্বকালের সেরা বলে অভিহিত করলেন বর্তমানে নিউইয়র্ক সিটি এফসিতে খেলা এই স্প্যানিশ স্ট্রাইকার।

ন্যু ক্যাম্পে লিওনেল মেসির সতীর্থ ছিলেন আরও দুই মৌসুম আগে। ব্রাজিলের নেইমারকে দলে আনার পর স্পেন জাতীয় দলের হয়ে সর্বোচ্চ গোলদাতা ডেভিড ভিয়া নিজেকে বার্সায় ভ্রাত্য মনে করেই পাড়ি জমান অ্যাথলেটিকো মাদ্রিদে। অ্যাথলেটিকোকে শিরোপা জিতিয়ে এখন ঠাঁই নিয়েছেন নিউইয়র্কের এমএলএস লিগে।

শুধু মেসির শ্রেষ্ঠত্বই ঘোষণা করেননি ভিয়া। একই সঙ্গে বার্সেলোনার নতুন কোচ লুই এনরিকের সাফল্যও কামনা করেছেন। বলেছেন, ‘আমার বিশ্বাস এনরিকে সফল হবেন। কারণ, একটা জটিল এবং বড় ক্লাবে কিভাবে কোচিং করাতে হয় সেটা ইতিমধ্যেই বুঝে গেছেন এনরিকে।’

মেসিকে সেরা অভিহিত করে ভিয়া বলেন, ‘রিয়াল মাদ্রিদের প্রচারনার কারণে যদি ক্রিশ্চিয়ানো রোনালদোই ফিফা ব্যালন ডি’অর পেয়ে থাকেন, তবুও বলবো মেসিই থাকবেন সর্বকালের বিশ্বসেরা।’

সাবেক সতীর্থ সম্পর্কে অনেক আগে থেকেই উচ্চকিত কণ্ঠস্বর ভিয়ার। তিনি বলেন, ‘মেসি সম্পর্কে অনেক আগে থেকেই বলে আসছি এমনকি ভবিষ্যতেও বলে যাব। আমার কাছে সব সময়ই বিশ্বের সেরা ফুটবলার হলেন মেসি। সে সর্বোচ্চ গোলদাতা হলো কি হলো না, সেটা আমার বিবেচ্য বিষয় নয়। কারণ, মেসি ফুটবল মাঠে যা করে থাকেন সে রকম করতে আর কাউকে কখনও দেখিনি আমি। তার মত ফুটবলার একজনই, তিনি মেসি। তার সমান আর কেউ হতে পারে না।’

ব্যালন ডি’অর নিয়ে ভিয়ার মন্তব্য, ‘ব্যালন ডি’অরের কথা বলতে গেলে আমি বলবো যে, কোন কাঠামোর ভিত্তিতে ব্যালন ডি’অর জয়ী নির্বাচন করা হচ্ছে তা আমার বোধগম্য নয়। কখন এটা বিশ্বকাপের বছর, আবার কখনও নয়। কিন্তু তারাই সব সময় ভোট পেয়ে থাকেন। তবে আমিও নিশ্চিত, বছরের পর বছর যে তারা দু’জন (মেসি-রোনালদো) সেরা- এতে কোন সন্দেহ নেই।’



মন্তব্য চালু নেই