প্রকাশনা কার্যালয়ে ঢুকে তিন ব্লগারকে কুপিয়ে হত্যার চেষ্টা

মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা ও বিজ্ঞানমনস্ক লেখক অভিজিৎ রায়ের বইয়ের প্রকাশনা সংস্থা ‘শুদ্ধস্বর’ এর স্বত্বাধিকারী আহমেদুর রশীদ টুটুলসহ তিন ব্লগারকে কুপিয়েছে দুর্বৃত্তরা।

শনিবার বেলা ৩টার দিকে মোহাম্মদপুরের লালমাটিয়া সি-ব্লকে ৮/১৩ নম্বর বাসায় অবস্থিত শুদ্ধস্বর প্রকাশনা কার্যালয়ে ঢুকে তারা তিনজনকে কুপিয়ে আহত করে।

আহতরা হলেন- আহমেদুর রশিদ টুটুল, তারেক রহিম ও সুদীপ কুমার ওরফে রনদীপক বসু ঘোষ। এদের মধ্যে তারেক রহিমের বাম পেটে গুলি লেগেছে বলে জানা গেছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার মুনতাসিরুল ইসলাম জানান, দুর্বৃত্তরা কার্যালয়টিতে হামলা চালিয়ে তিনজনকে কুপিয়ে দরজা আটকে রেখে পালিয়ে যায়। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

উল্লেখ্য, শুদ্ধস্বর প্রকাশনা সংস্থা থেকে ২০১৫ সালের বইমেলায় প্রকাশিত হয়েছিল অভিজিৎ রায় ও মীজান রহমানের যৌথ লেখা ‘শূন্য থেকে মহাবিশ্ব’।

এছাড়াও অভিজিৎ রায়ের ‘সমকামিতা’, ‘অবিশ্বাসের দর্শন’, ‘ভালবাসা কারে কয়’ নামক বইগুলোও এই প্রকাশনা থেকে বের হয়।



মন্তব্য চালু নেই