ব্যবহারকারী বাড়াতে বিজ্ঞাপনে ফেসবুক

সারা পৃথিবীতে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ১৭০ কোটি ছাড়িয়ে। অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমের তুলনায় ফেসবুক বেশ এগিয়ে আছে। তবুও এবার নিজেদের বিজ্ঞাপনে নামছে ফেসবুক।

এখন থেকে ইন্টারনেট ব্যবহারকারী (যাদের ফেসবুকে অ্যাকাউন্ট নেই) তাদেরকে ফেসবুকের প্রতি আকৃষ্ট করতে বিভিন্ন সাইটে বিজ্ঞাপন দেবে ফেসবুক। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুসারে, ফেসবুক কুকিস ব্যবহার করে লাইক বাটন এবং অন্যান্য প্লাগ ইন এর মাধ্যমে তৃতীয় পক্ষের সাইট ব্যবহারকারীদের শনাক্ত করে বিজ্ঞাপনের মাধ্যমে ফেসবুকে অ্যাকাউন্ট খোলার বিজ্ঞপ্তি দেবে। আজ থেকে ইউরোপে নিউজ ফিড ফেসবুক ব্যানার নটিফিকেশন প্রদর্শন করবে। ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) নির্দেশনা মেনেই এমন বিজ্ঞাপন প্রচার করবে ফেসবুক।

যদিও প্রিন্সটন বিশ্ববিদ্যালয় এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘ফেসবুকের এই কুকিস ইউরোপের গ্রাহক ভোক্তা সংরক্ষণ আইনের বিরোধী।’ তবে আইন মেনে কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন ফেসবুক কতৃপক্ষ।



মন্তব্য চালু নেই