কুকুর, বিড়ালের সঙ্গে সেলফি তোলা নিষিদ্ধ

বিড়ালের সঙ্গে সেলফি তোলা নিষিদ্ধ বলে এক ফতোয়া জারি করেছেন সৌদি আরবের এক আলেম। সেই সাথে সাধারণভাবে ছবি তোলাও হারাম (নিষিদ্ধ) বলে মত প্রকাশ করেছেন তিনি। এক টেলিভিশন অনুষ্ঠানে এই ফতোয়া দেন সৌদি আলেম শেখ সালেহ বিন ফাওজান আল ফাওজান।

বিড়ালের সঙ্গে ছবি তোলার নতুন একটি প্রবণতা সৃষ্টি হয়েছে এবং পশ্চিমাপন্থীদের মধ্যে তা ছড়িয়ে পড়ছে- এ বিষয়ে এক প্রশ্নের জবাবে প্রথমে তিনি জানতে চান নতুন প্রবণতাটি কী? তাকে বলা হয়, নতুন প্রবণতা হচ্ছে সেলফি তোলার প্রবণতা। পরে তিনি বলেন, ‘ছবি তোলাই নিষিদ্ধ। বিড়ালের সঙ্গে তোলা, না তোলা কোনো ব্যাপার না।’

ফাওজান আরো বলেন, ‘প্রয়োজন ছাড়া ছবি তোলা নিষিদ্ধ। বিড়াল, কুকুর, নেকড়ে যাই হোক না কেন। সবার সঙ্গেই নিষিদ্ধ।’ ভিডিওটি ইউটিউবে প্রকাশ করা হয় এপ্রিলে। ওয়াশিংটন-ভিত্তিক গণমাধ্যম গবেষণা সংস্থা মিডল ইস্ট মিডিয়া রিসার্চ ইনস্টিটিউট ভিডিওটি অনুবাদ করেছে।



মন্তব্য চালু নেই