ব্যবসায়ীক উন্নয়নে ইন্দো-বাংলা কমিটি করুন : মমতা
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, ‘ব্যবসায়ীক উন্নয়নে ইন্দো-বাংলা কমিটি করুন। এই কমিটি যা সিদ্ধান্ত নেবে আমরা তাই করব।’
শনিবার বিকেলে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বাংলাদেশ ও ভারতের ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ আহ্বান জানান।
মমতা বলেন, ‘বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক ইমোশনাল। দুই দেশের মধ্যে কোনো প্রার্থক্য করি না। দুই দেশকে এক মনে করি। আপনাদের সঙ্গে মতবিনিময় হয়েছে। এটি আমাদের দুই দেশকে পথ দেখাবে, ব্যবসায়ীক উন্নয়নের দ্বার খুলে দেবে।’
আমরা আপনাদের সঙ্গে আছি, এ আশ্বাস দিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ ও ভারতের মধ্যে ব্যবসার নতুন দিগন্ত খুলবে। দুই দেশের যৌথ উদ্যোগে কারখানা নির্মাণ করা হবে। সেখানে দুই দেশের শিল্প উদ্যোক্তারা যৌথভাবে কাজ করবেন। এর আগেও কলকাতা-শিলিগুড়িতে কারখানা নির্মাণ হয়েছিল। সেখানে বাংলাদেশের ব্যবসায়ীরা ছিল।’
আপনাদের যা আছে আমাদেরও তা আছে, উল্লেখ করে তিনি বলেন, ‘আপনাদের সুন্দরবন আছে, আমাদেরও আছে। আপনাদের সমুদ্র সৈকত আছে, আমাদেরও আছে। রয়েল বেঙ্গল টাইগার আছে। তাহলে কেউ তো পেছনে পড়ে নেই। চলুন না দুই দেশ এক সঙ্গে কাজে নেমে পড়ি। দুই দেশের দুটি পা এক সঙ্গে জোড়া লাগাই। আমি চাই, আমাদের দুই দেশের মধ্যে কোনো সমস্যা না থাকুক। ইতিমধ্যে সীমানা নিয়ে যে সমস্যা ছিল তার সমাধান হয়েছে। বাকি যেকোনো প্রকার সমস্যা দূর হবে।’
মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদসহ দুই দেশের বিশিষ্ট ব্যবসায়ীগণ।
মন্তব্য চালু নেই