পাবনায় আন্তজার্তিক মাতৃভাষা দিবস পালিত

পাবনা আন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২১ ফেব্রুয়ারি প্রথম প্রহরে পাবনা কেন্দ্রীয় শহিদ মিনারে ফুল দিয়ে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করনে জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দিন, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোল্লা মাহমুদ হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্টেট মুন্সি মনিরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আজমল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ড. ফারুক আহমেদ, এন ডিসি ইকবাল আকতার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হানা ইসলাম, অতিরক্তি পুলিশ সুপার সিদ্দিকুর রহমান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসানুল হকসহ প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ।
পরে বিভিন্ন সংগঠনের পক্ষে থেকে শহিদ মিনারে পুস্পমাল্য অর্পনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়।

পাবনা জেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আব্দুল বাতেনের নেতৃত্বে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে পাবনা জেলা মুক্তিযোদ্ধা সংসদ,অবসর সাকারি কল্যানসমিতি, শাপলা ক্লাবের সভাপতি সাংবাদিক এস এম আলমের নেতৃত্বে পুস্পমাল্য অর্পন করা হয়, জেলা মহিলা আ’লীগের আইন বিষয়ক সম্পাদিকা এডঃ কানিজ ফাতেমা পুতুলের নেতৃত্বে ভাষা শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয় এসময় সংগঠনের নেত্রী মমতাজ, শামিমা, মিনা, ডালিম, চাঁদনী, সাজেদা, রুহিত, রোজিনাসহ আরো অনেকে। এছাড়া বিভিন্ন স্কুল, কলেজ, এনজিও প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহিদ মিনারে ফুল দিয়ে ভাষা শহিদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়।



মন্তব্য চালু নেই