ব্যবসায়ীকে অপমান, পুলিশের বিরুদ্ধে পুরান ঢাকায় বিক্ষোভ

ব্যবসায়ীকে অপমানের জের ধরে পুরান ঢাকার বাংলাবাজার এলাকায় পুলিশের বিরুদ্ধে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ব্যবসায়ীরা। বাংলাবাজার চৌরাস্তা মোড় অবরোধ করে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টা থেকে ১২ টা পযন্ত বিক্ষোভ করেন তারা। পরে পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষ এসে ব্যবসায়ীদের সাথে বৈঠক করেন।

প্রত্যক্ষদর্শী ও ব্যবসায়ীরা জানান, বাংলাবাজার চৌরাস্তা মোড়ের অস্থায়ী পুলিশ চেকপোস্টে বেলা সোয়া ১১ টার দিকে সদরঘাট গার্মেন্টস এক্সোসারিজ ব্যবসায়ী সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক হাজী কুদ্দুসকে অপমান করে কয়েকজন পুলিশ। হাজী কুদ্দুস বিষয়টি সমিতির সভাপতি-সাধারণ সম্পাদক অন্যান্যদের জানালে তারা ক্ষিপ্ত হয়ে সাড়ে ১১ টার দিকে সড়ক অবরোধ করে।

এসময় সদরঘাট এলাকার যান চলাচল বন্ধ হয়ে গেলে পুলিশের একটি দল এসে বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়। বেলা ১২ টার দিকে পুলিশের ওয়ারী জোনের এডিসি মইনুল ইসলাম, মেহেদী হাসান, এসি নুরল আমিন, সূত্রাপুর থানার ওসি খলিলুর রহমানসহ উর্ধ্বতন কর্মকর্তারা এসে ব্যবসায়ীদের সাথে বৈঠক করার কথা জানালে তারা বিক্ষোভ বন্ধ করে। পরে বেলা সোয়া ১২ টার দিকে সদরঘাট গার্মেন্টস এক্সোসারিজ ব্যবসায়ী সমিতির কাযালয়ে ব্যবসায়ীদের সাথে পুলিশের বৈঠক হয়।

বৈঠক শেষে এডিসি মইনুল ইসলাম সাংবাদিকদের বলেন, অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে সদরঘাট গার্মেন্টস এক্সোসারিজ ব্যবসায়ী সমিতির সভাপতি রাইসুল ইসলাম বলেন, বৈঠকে অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থার প্রতিশ্রুতি দিয়েছেন পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা।



মন্তব্য চালু নেই