বেড়া’য় বাল্য বিবাহ ও নারী নির্যাতন বিষয়ক ইয়থ গ্রুপের আকা ছবি প্রর্দশন

জেলার বেড়ায়, একশন এইডের সহযোগীতায় ইয়থ গ্রুপের আকা ছবি প্রর্দশিত হয়েছে।
গতকাল বিকেল ৫ টা পর্যন্ত জেলার বেড়ায় নাকালিয়া মনজুর কাদের মহিল ডিগ্রী কলেজে একশন এইডের সহযোগীতায় ইয়থ গ্রুপের আকা ছবি প্রর্দশিত হয়েছে।
উক্ত প্রর্দশনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা রুবিনা বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাকালিয়া মনজুর কাদের মহিল ডিগ্রী কলেজের অধ্যক্ষ শাহনুর হোসেন। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইকবাল হোসেন। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা অলোক কুমার পাল। এতে ইয়থ গ্রুপের আকা ২৫ টি ছবি প্রর্দশিত হয়েছে। এর মধ্যে ৬ টি ছবিকে পূরুস্কৃত করা হয়। বিজয়িদের প্রত্যেক কে ১টি করে ডিজিটাল ক্যামেরা পুরুস্কার তূলে দেন উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা রুবিনা বেগম।



মন্তব্য চালু নেই