বেড়াতে গিয়ে তাহসানের প্রেমে পড়ে তিশা

বেড়াতে গিয়ে দেখা হয় আদনান ও ঐশীর। না ছিল আগে পরিচয়, না আগে কেউ কাউকে দেখেছেন। ক্ষণিক পরিচয়ের পর আবার যে যার পথে চলে যান। এরই মধ্যে ঘটে গেছে অনেক ঘটনা। চলে যাবার পর কি হয়েছে তাদের দুজনের? তারা কি একজন আরেকজনকে আবার ফিরে পেয়েছেন নাকি এখনও পাননি? এই গল্পের পুরোটা দেখা যাবে মিজানুর রহমান আরিয়ানের রচনা এবং পরিচালনায় ‘অ্যাংরি বার্ড’ শিরোনামের একটি টেলিফিল্মে।

পরিচালক জানান,‘গল্পটি খুবই ভালো। এখনই এটির বিস্তারিত কিছু বলতে চাচ্ছি না। তবে আশা করি দর্শকদের ভালো লাগবে’।

টেলিফিল্মে আদনান এবং ঐশী চরিত্রে অভিনয় করেছেন তাহসান এবং নুসরাত ইমরোজ তিশা। টেলিফিল্মটিতে অভিনয়ের পাশাপাশি ‘প্রেম তুমি’ শিরোনামের একটি গানেও কণ্ঠ দিয়েছেন তাহসান।

রোববার থেকে ‘অ্যাংরি বার্ড’ টেলিফিল্মটির চিত্রধারণের কাজ শুরু হবে। এটি আরটিভিতে প্রচার হবে বলে জানিয়েছেন পরিচালক।



মন্তব্য চালু নেই