বেসরকারি ১২ মেডিকেল কলেজকে জরিমানা

বেসরকারি মেডিকেল কলেজ স্থাপন, ভর্তি নীতিমালা ভঙ্গ ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া নির্ধারিত আসনের অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি করায় ১২ মেডিকেল কলেজকে জরিমানা গুনতে হচ্ছে। এসব মেডিকেল কলেজকে আসনপ্রতি ৫ লাখ টাকা জরিমানা করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (চিকিৎসা শিক্ষা-২) বদরুন নাহার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

কলেজগুলো হলো- সিলেট উইম্যান মেডিকেল কলেজ; সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ; নর্থ ইস্ট মেডিকেল কলেজ, সিলেট; ইবনে সিনা মেডিকেল কলেজ; সাহাবুদ্দিন মেডিকেল কলেজ; মার্কস মেডিকেল কলেজ; এনাম মেডিকেল কলেজ; আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ; ডায়াবেটিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ফরিদপুর; কুমুদিনী মেডিকেল কলেজ, টাঙ্গাইল; রংপুর নদার্ন মেডিকেল কলেজ ও হলি ফ্যামিলি মেডিকেল কলেজ।

আগামী এক মাসের মধ্যে জরিমানার অর্থ নন-ট্যাক্স রেভিনিউ হিসেবে ট্রেজারি চালানের মাধ্যমে পরিশোধ করে মন্ত্রণালয়কে অবহিত করতে বলা হয়েছে। অন্যথায় পরবর্তী শিক্ষাবর্ষ থেকে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম স্থগিত থাকবে।



মন্তব্য চালু নেই