বেরোবিতে মহান বিজয় দিবস উপলক্ষে দিনব্যাপী অনুষ্ঠানসূচি

এইচ. এম নুর আলম, বেরোবি প্রতিনিধি : রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে দিনব্যাপী অনুষ্ঠান আয়োজনের উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সংগঠন।রাত ১২ টা এক মিনিটে স্বাধীনতা স্মারকে শ্রদ্ধাঞ্জলি অর্পণের মধ্য দিয়ে শুরু হবে বিজয় দিবস উদযাপন কর্মসূচি।দিবসটি উদযাপনে ইতোমধ্যে বিভিন্ন আলোকসজ্জা দিয়ে সাজানো হয়েছে ক্যাম্পাস।

অনুষ্ঠান সূচি অনুযায়ী, ১৬ ডিসেম্বর সকাল ৯ টা এক মিনিটে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৯টা ১০ মিনিটে মহান বিজয় দিবস উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গন থেকে শোভাযাত্রা শুরু হয়ে মর্ডান মোড়ে“অর্জন’ এ পুষ্পার্ঘ্য অর্পণ এর পর ঘুরে এসে স্বাধীনতা স্মারকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবে প্রশাসনসহ বিভিন্ন সংগঠন। সকাল ১০ টা ১৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক প্রাঙ্গনে বিজয় দিবস নিয়ে তাৎপয়পূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হবে। মেষে বিকাল ৩ টায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হবে।

মহান বিজয় দিবস উপলক্ষ্যে কেন্দ্রীয়ভাবে স্বাধীনতা স্মারকে আলোচনা পেশ করবেন বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন প্রফেসর ড. মো. সাইদুল হক, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর মো. তাজুল ইসলাম, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন মো. ফেরদৌস রহমান,বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি এবং গণিত বিভাগের শিক্ষক ড. আর এম হাফিজুর রহমান।

আলোচনায় আরো উপস্থিত থাকবেন বাংলা বিভাগের শিক্ষক প্রফেসর ড. সরিফা সালোয়ার ডিনা, প্রফেসর ড. নাজমুল হক, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষক প্রফেসর ড. মো. মতিউর রহমান এবং অর্থনীতি বিভাগের শিক্ষক প্রফেসর ড. মো. মোরশেদ হোসেন।
অনুষ্ঠানের আলোচনা সভায় সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম নূর-উন-নবী।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থী,কর্মকর্তা-কর্মচারিসহ সকলকে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।
দিনব্যাপী অনুষ্ঠানের সবশেষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।



মন্তব্য চালু নেই