জয় দিয়েই এশিয়া কাপ শুরু বাংলাদেশের

মেহেদী হাসান মিরাজ, নাজমুল হাসান শান্তদের বিদায়ের পরে নতুন করে সাজানো হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। নব্য এই দলটা এবারই প্রথম কোনো আন্তর্জাতিক ম্যাচ খেললো এশিয়া কাপে। নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের যুবারা মুখোমুখি আফগানিস্তানের।

জয় দিয়েই এশিয়া কাপ মিশন শুরু করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। শ্রীলঙ্কার মাতারার উয়ানওয়াত্তে স্টেডিয়ামে আজ বৃহস্পতিবার নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৪ উইকেটে হারিয়েছে সাইফ হাসানের দল। এই জয়ে টুর্নামেন্টের পরবর্তী রাউন্ডের টিকিট পাওয়ার কাজটা অনেক সহজ হলো সাইফ হাসান বাহিনীর।

এ নিয়ে যুব ওয়ানডেতে দুইবার আফগানিস্তানের বিপক্ষে খেলে দুটোতেই জিতলো বাংলাদেশ। আগেরবার আফগানদের ১০ উইকেটে বিধ্বস্ত করেছিলেন জুনিয়র টাইগাররা।

মাতারায় টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক সাইফ হাসান। প্রথমে তিনি আফগানিস্তানকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান। ৪৮.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৪৬ রান তোলে আফগানরা। জবাবে ৪৩.১ ওভারেই (৪১ বল হাতে রেখে) ৬ উইকেট খুইয়ে জয়ের বন্দরে নোঙর ফেলে বাংলাদেশ।

লক্ষ্য তাড়া করতে নামা বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৬৭ রানের ইনিংস খেলেন অধিনায়ক সাইফ হাসান। দলকে সামনে থেকেই নেতৃত্ব দেয়া সাইফের ১২৯ বলের দায়িত্বশীল ইনিংসটি সাজানো ১০টি চারে। রায়ান রহমান করেন দ্বিতীয় সর্বোচ্চ ৩২ রান। ১৯ রান আসে বিপিএলে আলো ছড়ানো আফিফ হোসেনের ব্যাট থেকে। উইকেটরক্ষক মহিদুল ইসলাম নামের পাশে যোগ করেন ১২ রান।

এর আগে আফগানিস্তানের হয়ে সর্বোচ্চ ৩২ রান করেন নিসার ওহদাদ। অধিনায়ক নাভিন-উল-হক করেন ২৭ রান। পারভেজের ব্যাট থেকে আসে ১৬ রান। ওপেনার নাভিদ ওবায়েদ করেন ১৪ রান।



মন্তব্য চালু নেই