বেতন বৈষম্য দূরিকরণে কলারোয়ায় মানববন্ধন করলো সরকারি কর্মকর্তারা

বেতন বৈষম্য নিরসণ ও মর্যাদা সমুন্নত রাখার দাবিতে সাতক্ষীরার কলারোয়ায় মানববন্ধন করলো সরকারি কর্মকর্তারা।
অষ্টম জাতীয় বেতন স্কেলে আন্ত: ক্যাডার বৈষম্য নিরসন ও মর্যাদা সমুন্নত রাখার লক্ষ্যে প্রকৃচি- বিসিএস সমন্ময় কমিটি (২৬ ক্যাডার) নন-ক্যাডার ও ফাংশনাল সার্ভিস এর কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বুধবার দুপুরের দিকে উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন আয়োজিত হয়।
কর্মসূচীতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তওহিদুর রহমানের সভাপতিত্বে বক্তৃতা করেন সিনিয়র মৎস কর্মকর্তা মোশাররফ হোসেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মহাসীন আলী, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. এএসএম আতিকুজ্জামান, কলারোয়া সরকারি কলেজের সহকারী অধ্যাপক হাবিবুর রহমান প্রমূখ। সমাজসেবা কর্মকর্তা শেখ ফারুক হোসেন, পরিসংখ্যান কর্মকর্তা তাহের মাহমুদ সোহাগ, যুব উন্নয়ন কর্মকর্তা আজিজুল হকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
বক্তগণ বলেন, অচিরেই প্রকৃচি- বিসিএস সমন্ময় কমিটি (২৬ ক্যাডার) নন-ক্যাডার ও ফাংশনাল সার্ভিস এর আট দফা দাবী মানা না হলে ভবিষ্যতে তারা আরো কঠোর কর্মসূচী দিতে বাধ্য হবে।
উপস্থিত সকলকে আগামী ৫ নভেম্বর প্রতিবাদ সমাবেশ সফল করার আহবান জানানো হয়।



মন্তব্য চালু নেই