বৃষ্টি আর যানজটে ভোগান্তি ঘরমুখো যাত্রীদের

বৃষ্টি আর যানজট নিয়েই এবার ঈদে ঢাকা ছাড়ছেন সাধারণ মানুষ। গতকাল রবিবার থেকে গুঁড়িগুঁড়ি বৃষ্টি ঝরছে। সাথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কসহ বিভিন্ন সড়কে দেখা দিয়েছে প্রচণ্ড যানজট। এতে ভোগান্তিতে পড়েছেন ঘরমুখো যাত্রীরা। তবে শত ভোগান্তি উপেক্ষা করে প্রতিবারের মতো এবারও নাড়ির টানে রাজধানী ছাড়ছেন লাখো মানুষ।

আজ সোমবার ভোর থেকে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার কুর্ণি থেকে গাজীপুরের চন্দ্রা পর্যন্ত প্রায় ২২ কিলোমিটার এলাকাজুড়ে যানজট সৃষ্টি হয়েছে। সকাল নয়টার দিকে শেষ খবর পাওয়া পর্যন্ত সেখানে থেমে থেমে গাড়ি চলছে।

পুলিশ জানায়, ভোর চারটার দিকে টাঙ্গাইলের করোটিয়ায় একটি বাস বিকল হয়ে যায়। এক ঘণ্টা পর বাসটি সরিয়ে নেওয়া হয়। এ সময় থেকেই যানজট শুরু হয়। পশুবাহী ট্রাক ও ঘরমুখো মানুষের চাপে যানজট বাড়ছে। এ ছাড়া বৃষ্টির কারণে গাড়ির গতি ধীর।

এদিকে, আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, আজ সারাদিনই থেমে থেমে বৃষ্টি ঝরতে পারে। লঘুচাপের প্রভাবে সমুদ্র উত্তাল রয়েছে। চার সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্ক সংকেত বহাল আছে।



মন্তব্য চালু নেই