ঝড়-বৃষ্টিতে বইমেলা সাময়িক বন্ধ

মাসব্যাপী অমর একুশে বইমেলা শেষ দিকে এখন। শেষ দিকে দারুণভাবে জমেও উঠেছে মেলা। প্রতিদিনই বাড়ছে মানুষের ভিড়। বাড়ছে ক্রেতার সংখ্যা। আর বেচাকেনা ভালো বলে এবারের বইমেলা নিয়ে সন্তুষ্ট প্রকাশকরা।

কিন্তু হঠাৎ করেই যেন প্রতিশোধ নিতে উদ্যত হলো প্রকৃতি। শুরু হলো শিলাবৃষ্টি। প্রায় ঘণ্টাব্যাপী বৃষ্টিতে মেলা প্রাঙ্গণের এখন নাকাল অবস্থা। আর তাই বৃষ্টির কারণে বইমেলা সাময়িক বন্ধ ঘোষণা করেছে বাংলা একাডেমি কর্তৃপক্ষ।

বুধবার দুপুর ১২টার দিকে রাজধানীতে মুষলধারে বৃষ্টির পর হঠাৎ করেই বাংলা একাডেমির তথ্যকেন্দ্র থেকে বইমেলা সাময়িক বন্ধ ঘোষণা করা হয়।

তথ্যকেন্দ্র থেকে জানানো হয়, পানি নিষ্কাশনের কাজ চলছে। কখন বইমেলা পুনরায় শুরু হবে তা নিশ্চিত বলা যাচ্ছে না। তবে পানি নিষ্কাশনের কাজ সম্পন্ন হওয়ার আগ পর্যন্ত মেলা বন্ধ থাকবে বলো তথ্যকেন্দ্র থেকে জানানো হয়েছে।



মন্তব্য চালু নেই