বৃক্ষমানবকে বাড়ি বানাতে ৬ লাখ টাকা দিলেন তারই চিকিৎসক

বৃক্ষমানবকে বাড়ি বানাতে ৬ লাখ টাকা দিলেন তারই চিকিৎসক। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন খুলনার বৃক্ষমানবকে ৬ লাখ টাকা অর্থসাহায্য দিয়েছেন তার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের সদস্য প্রফেসর এম এইচ কবির চৌধুরী।

মঙ্গলবার দুপুরে তাকে এ অর্থ সাহায্য দেয়া হয়।

অনুদানের এ অর্থ দেয়ার সময় উপস্থিত ছিলেন ঢামেক বার্ন ইউনিটের সমন্বয়কারী ডা. সেমন্ত লাল সেন, বৃক্ষমানবের পরিবারের সদস্য ও সাংবাদিকরা।

প্রফেসর এম এইচ কবির চৌধুরী বলেন, বৃক্ষমানবকে চিকিৎসাসেবা দেয়ার শুরুতেই জানা যায়, তার কোনো বাড়িঘর বা জমি-জমা নেই। তাই তাকে জমি ও বাড়ি করে দেয়ার জন্য সিদ্ধান্ত নেই।

তিনি বলেন, এজন্য জমি কেনার জন্য ৪ লাখ ২০ হাজার টাকা এবং তাতে বাড়ি করার জন্য ১ লাখ ৮০ হাজার টাকা, সর্বমোট ৬ লাখ টাকা অর্থসাহায্য দিয়েছি।

অর্থসাহায্য পেয়ে বৃক্ষমানব আবুল বাজানদারের চোখে-মুখে দেখা যায় আনন্দের ঝিলিক।

তিনি বলেন, আমি খুবই খুশি। এ টাকা দিয়ে আমি জমি কিনে বাড়ি তুলে আমার পরিবারের সদস্যদের নিয়ে থাকব।

আবুল বাজানদার বলেন, এমন মহতী কাজের জন্য আমি ওই চিকিৎসককে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমার মত একজন গরিবের এ পরিমাণ টাকা কোনোদিন রোজগার করার ক্ষমতা ছিল না।



মন্তব্য চালু নেই