বুলু-শিমুলসহ ৩৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

বিএনপি নেতা বরকত উল্লাহ বুলু, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ ৩৫ নেতা-কর্মীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

বৃহস্পতিবার রাজধানীর পল্টন থানায় দায়ের করা বিষ্ফোরক দ্রব্য আইনের মামলার অভিযোগপত্র আমলে নিয়ে ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা এ পরোয়ানা জারি করেন।

সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল পরোয়ানা জারির বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আসামিরা পলাতক থাকায় পল্টন থানার ৪০(১)১৫ নম্বর মামলায় বিচারক গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন-মারুফ কামাল খান সোহেল, শিরিন সুলতানা, মীর সরাফত আলী সপু, আজিজুল বারি হেলাল প্রমুখ।

প্রসঙ্গত, ২০১৫ সালের জানুয়ারি মাসে বিএনপির ডাকা হরতাল-অবরোধ চলাকালে পল্টন থানা এলাকায় নাশকতার অভিযোগে মামলাটি দায়ের করা হয়।



মন্তব্য চালু নেই