বিসিএস প্রশ্ন নিয়ে পালানোর চেষ্টা, ছাত্রলীগ নেতার কারাদণ্ড
খুলনায় বিসিএস পরীক্ষার প্রশ্ন নিয়ে পালিয়ে যাওয়ার সময় শরিফুল ইসলাম বাবু নামে ছাত্রলীগের এক কর্মীকে আটক করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক আশিক উন নবী তালুকদার এ সাজা দেন। শরিফুল ইসলাম বাবু ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী বলে জানা গেছে। শুক্রবার বিকেল সোয়া ৩টায় নগরীর আযমখান সরকারি কমার্স কলেজ কেন্দ্র থেকে তাকে আটক করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিক উন নবী তালুকদার জানান, বিসিএস প্রশ্নপত্র নিয়ে পালিয়ে যাওয়ার সময় বাবুকে আটক করা হয়েছে। তিনি পরীক্ষার্থী ছিলেন না।
এদিকে, খুলনা মহানগর ছাত্রলীগের সহসভাপতি অহেদুজ্জামান ডলার দাবি করেছেন, আটক শরিফুল ইসলাম বাবু কমার্স কলেজ ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী। তবে কোনো পদে নেই। দলের মিছিল-মিটিং করেন। তিনি এ বছর অনার্স ফাইনাল পরীক্ষা দিয়েছেন।
মন্তব্য চালু নেই