বিশ্ব ইজতেমায় বিদেশিদের জন্য বিশেষ ভিসা

যেসব বিদেশি নাগরিক আসন্ন বিশ্ব ইজতেমায় যোগ দিতে চান তাদের বিশেষ ভিসা নিয়ে আসতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিশ্ব ইজতেমার সার্বিক নিরাপত্তা বিষয়ক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

গাজীপুরের টঙ্গীতে আগামী বছরের ৮ থেকে ১০ জানুয়ারি ও ১৫ থেকে ১৭ জানুয়ারি দুই দফায় বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। সৌদি আরবের মক্কায় পবিত্র হজের পরে টঙ্গীর তুরাগ নদের তীরে আয়োজিত বিশ্ব ইজতেমা মুসলিম ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম জমায়েত।

মন্ত্রী বলেন, ‘প্রতিবারের মতো এবারও যাতে ইজতেমা সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সে বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে। নিরাপত্তার স্বার্থে ওয়াচ টাওয়ার, পর্যাপ্ত সিসি ক্যামেরা, হ্যালিপ্যাড ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন থাকবে এবারও।’

গতবছর ১১ হাজার বিদেশি মেহমান বিশ্ব ইজতেমায় এসেছিলেন জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আশা করছি এবারও তা হবে। বেশি হলে তারও ব্যবস্থা করব।’

বিদেশিদের ভিসা প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘বিদেশস্থ বাংলাদেশি দূতাবাসগুলোকে বলে দেব তাবলিগ জামায়াতের জন্য বিশেষ ভিসা দিতে। তারা শুধু ইজতেমার জন্যই ভিসাটা পাবে এবং ইজতেমা শেষে চলে যাবে। ইজতেমার পর থাকতে চাইলে সে ব্যবস্থাও করা হবে।’

প্রতি বছর প্রায় ১০ লাখ লোক বিশ্ব ইজতেমায় আসেন উল্লেখ করে তিনি বলেন, ‘বিদ্যুৎ, পানি, গ্যাস সার্ভিসসহ সকল সুযোগ-সুবিধা আগের মতোই থাকবে।’ প্রয়োজনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংখ্যা আরও বাড়ানো হবে বলেও জানান মন্ত্রী।



মন্তব্য চালু নেই