বিশ্বব্যাংকের প্রতিবেদনে মন্ত্রীর দ্বিমত, ৭ শতাংশ প্রবৃদ্ধির আশা
বিশ্বব্যাংকের প্রতিবেদনের তথ্য নাকচ করে দিয়ে চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির হার সাত শতাংশের কাছাকাছি হবে বলে দাবি করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। রবিবার বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে সচিবালয়ে মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া স্টিফেনস ব্লুম বার্নিকাটের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এর আগে রাজধানীর আগারগাঁওয়ে বিশ্বব্যাংক কার্যালয়ে রবিবার সকালে বাংলাদেশ ডেভলপমেন্ট আপডেট প্রতিবেদন প্রকাশ করা হয়।
প্রতিবেদনে রাজনৈতিক অস্থিরতার কারণে অর্থবছর শেষে দেশের প্রবৃদ্ধির হার ৫ দশমিক ৬ শতাংশ কমে দাঁড়াবে বলে উল্লেখ করা হয়। এ তথ্যের উদ্ধৃতি টেনে করা সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এমন মন্তব্য করেন।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থমন্ত্রী চলমান অবরোধ ও হরতালে বৈদেশিক বিনিয়োগের ক্ষেত্রে দেশের বড় ধরনের ক্ষতি হয়েছে বলে মন্তব্য করেন।
বিশ্বব্যাংকের ওই প্রতিবেদনে রাজনৈতিক অস্থিরতায় এ বছর বাংলাদেশের ১৭ হাজার ১৬০ কোটি টাকা (২ দশমিক ২ বিলিয়ন ডলার) আর্থিক ক্ষতি হয়েছে বলে উল্লেখ করা হয়।
আরো পড়ুন :
মন্তব্য চালু নেই