বিশ্বব্যাংককে প্রধানমন্ত্রীর কাছে মাফ চাইতে হবে : আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘পদ্মা সেতুতে অর্থায়ন নিয়ে ষড়যন্ত্রকারী বিশ্বব্যাংককে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে মাফ চাইতে হবে।’

রোববার বিকেলে জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।

পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে পদ্মা সেতুর অর্থায়ন নিয়ে ষড়যন্ত্রকারীদের বিরদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি উত্থাপন করেন বিরোধী দল জাতীয় পার্টির সংসদ সদস্য কাজী ফিরোজ রশিদ। এর পরে বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ, সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, সংসদ সদস্য আবদুল মান্নান, বিরোধী দলীয় সংসদ সদস্য জিয়াউদ্দিন বাবলু।

সংসদ সদস্যদের দাবির পরিপ্রেক্ষিতে স্পিকারের আহ্বানে আইনমন্ত্রী বলেন, ‘আমি সংসদ সদস্যদের সাথে সুর মিলিয়ে বলতে চাই, বিশ্বব্যাংককে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে মাফ চাইতে হবে। আর যারা মামলার জন্য ক্ষতিগ্রস্ত হয়েছেন, তারা যদি কোনো আইনজীবীর কাছে যান, তারা (আইনজীবী) নিশ্চয়ই আইনি ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেবেন। এখন অধিক্ষেত্রটা কোন জায়গায় হবে সেটাও আইনজীবীরা বলে দেবেন। এখানেও (বাংলাদেশ) অধিক্ষেত্র হবে, ওইখানেও (কানাডা) অধিক্ষেত্র হবে। এটা দুই জায়গাতেই হবে।’

তিনি আরো বলেন, ‘বাংলার মানুষ দেখেছে। শেখ হাসিনা কি দৃঢ়চিত্ত, সেটার প্রমাণ পেয়েছে। শেখ হাসিনার আত্মমযার্দা কতটুকু তার প্রমাণ পেয়েছে। আজকে আমরা নিজের পায়ে দাঁড়িয়ে বলতে পারি, আমরা পদ্মা সেতু করছি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ়তার জন্য। তাই আজকে ঋণ ছাড়াই আমাদের পদ্মা সেতু হচ্ছে।’



মন্তব্য চালু নেই