বিশাল জনসভায় ইসলামী ঐক্যজোট ও শিবিরের দাপট

ইসলামী ঐক্যজোটের প্রয়াত আমীর ফজলুল হক আমিনীর নিজ জেলা ব্রাহ্মণবাড়িয়ায় আয়োজিত ২০ দলীয় জোটের জনসভায় ইসলামী ঐক্যজোট ও ছাত্র শিবিরের দাপট দেখা গেছে বেশি।

মঙ্গলবার সকাল থেকেই জনসভাস্থল স্থানীয় নিয়াজ মোহম্মদ উচ্চ বিদ্যালয় মাঠ ইসলামী ঐক্যজোটের নেতা-কর্মীরা দখল করে রাখেন।

এ সময় তারা দলের প্রয়াত আমীর ফজলুল হক আমিনীর নামে স্লোগান দেন ও মঞ্চ থেকে আমিনীকে নিবেদিত সংগীত পরিবেশন কর‍া হয়।

দুপুর ১২ টার দিকে দেখা যায় ফজলুল হক আমিনীর বড় ছেলে ইসলামী ঐক্যজোটের ভাইস চেয়ারম্যান আবুল হাসানাত আমিনী তার অনুসারীদের নিয়ে মাঠের ভেতরে শোডাউন করেন।

এ সময় নেতা-কর্মীদের হাতে আবুল হাসানাতের ছবি সম্বলিত বড় বড় পোস্টার দেখা যায়।

এরপর বেলা ২ টার দিকে শহরের মূল সড়ক দিয়ে ইসলামী ঐক্যজোটের বিশাল এক মিছিল সমাবেশস্থলের দিকে যায়। এ মিছিলের অগ্রভাগেও আবুল হাসানাত আমিনীকে দেখা যায়।

মিছিলে অংশ নেওয়া নেতা-কর্মীদের হাতে এ সময় হাসানাত আমিনীর বড় বড় ছবি সম্বলিত পোস্টার ও ব্যানার দেখা গেছে।

এদিকে দুপুর ২টা পর্যন্ত জনসভাস্থলে ইসলামী ঐক্যজোটের দাপট লক্ষ্য করা গেলেও ২টার পর তাতে ভাগ বসায় ইসলামি ছাত্রশিবির।

এ সময় তারা শহরের মূল সড়ক দিয়ে বিশাল মিছিল নিয়ে জনসভাস্থলে প্রবেশ করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত জনসভাস্থল ইসলামী ঐক্যজোট ও ছাত্রশিবিরের দখলে ছিল।

এদিকে সমাবেশ মঞ্চে সকাল থেকেই জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংগঠন দলীয় ও দেশত্ববোধক গান পরিবেশন করছেন।



মন্তব্য চালু নেই