বিনামূল্যের বই শিক্ষকের বাড়ি থেকে উদ্ধার

নুরুল আলম ডাকুয়া, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার নতুন দুলাল ভরট দ্বী-মূখী উচ্চ বিদ্যালয়ের সাময়িক বরখাস্তকৃত প্রধান শিক্ষক মোজাম্মেল হকের বাড়ি থেকে বিপুল পরিমান বিনামূল্যের বিতরণ যোগ্য বই উদ্ধার করেছেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ হাবিবুল আলম।

জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার সুন্দরগঞ্জ নতুন দুলাল ভরট দ্বী-মূখী উচ্চ বিদ্যালয়ে সাড়ে তিনটার দিকে উপস্থিত হয়ে বিনামূল্যের বই দেখতে না পেয়ে নৈশ প্রহরী তারা মিয়াকে সঙ্গে নিয়ে সাময়িক বরখাস্তকৃত প্রধান শিক্ষক মোজাম্মেল হকের বাড়িতে উপস্থিত হয়ে বাড়িতে রাখা বিপুল পরিমান বই উদ্ধার করেন। এবং উদ্ধারকৃত বই সমুহ বিদ্যালয়ের অফিস রুমে সংরক্ষন করে রাখেন।

এসময় উপজেলা নির্বাহী অফিসারে সঙ্গে ছিলেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার বেলাল হোসেন।



মন্তব্য চালু নেই