বিদেশ থেকে কেনা ১৫৮ বাস অকেজো
সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, বিদেশ থেকে গত ছয় বছরে ৯৫৮ বাস কিনেছিল সরকার। এর মধ্যে ১৫৮টি বাসই অকেজো অবস্থায় পড়ে আছে।
রোববার সংসদ সদস্য এ কে এম মাঈদুল ইসলামের এক প্রশ্নের জবাবে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী জানান, এই বাসগুলো কিনতে সরকারি ফান্ড থেকে ১৯০ কোটি ৭৭ লাখ টাকা ও প্রকল্পর সাহায্য ৫৯৫ কোটি ৫০ লাখ টাকাসহ মোট ৭৯০ কোটি ২৭ লাখ টাকা ব্যয় হয়েছে।
ওই বাসগুলোর মধ্যে চীন থেকে একতলা সিএনজি বাস ২৭৫টি, কোরিয়া থেকে একতলা সিএনজি বাস ১৫০টি, নন সিএনজি বাস ১০৫টি, ভারত থেকে দ্বিতল বাস ২৯০টি, একতলা এসি বাস ৮৮টি ও আর্টিকুলেটেড বাস ৫০টি কেনা হয়েছে।
বর্তমানে এ বাসগুলোর ১৫৮টি বাস অকেজো অবস্থায় আছে। তবে পর্যায়ক্রমে মেরামত করে পুনরায় চালু করা হয়ে থাকে বলেও জানান ওবায়দুল কাদের।
এম আবদুল লতিফের (চট্টগ্রাম-১১) প্রশ্নের উত্তরে সেতুমন্ত্রী বলেন, ‘২০০৯ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত সারা দেশে ২৪৯টি ছোট, বড় ও মাঝারি ব্রিজ ও ১১৩৯টি কালভার্ট নির্মাণ করা হয়েছে।’
জাতীয় পার্টির সংসদ সদস্য এম এ হান্নানের (ময়মনসিংহ-৭) সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘চলতি বছরের জুন মাসের মধ্যেই ঢাকা-ময়মনসিংহ চার লেন সড়ক চালু হবে।’
গোলাম দস্তগীর গাজীর (নারায়ণগঞ্জ-১) প্রশ্নের উত্তরে ওবায়দুল কাদের বলেন, ‘পরিবহণের ভাড়া নির্ধারণ ও নিয়ন্ত্রণের লক্ষ্যে জেলা প্রশাসন ও বিআরটিএ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে থাকে। সরকার নির্ধারিত বাসভাড়ার তালিকা বিআরটিএর ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। শিগগিরই বিভিন্ন বাসটার্মিনালে ডিজিটাল ব্যানার বা বিলবোর্ডের মাধ্যমে বাসভাড়ার তালিকা প্রচার করা হবে।’
মন্তব্য চালু নেই