বড়পর্দায় সাইফ খানের ‘কমিশনার’

রাজনৈতিক পরিস্থিতিসহ নানা কারণে নতুন বছরে বেশকিছু ছবি মুক্তির তারিখ পিছিয়ে গেছে। নতুন ছবি মুক্তি দেওয়ার সাহস পাচ্ছেন না অনেক প্রযোজকরা। এরইমধ্যে আবার হিন্দী চলচ্চিত্র আমদানির বিষয়টি তো থাকছেই। দেশের চলচ্চিত্রশিল্পের সঙ্গে যুক্ত শিল্পীরাসহ অনেক মানুষ এর বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। এতকিছুর মধ্যে ৩০ জানুয়ারি মুক্তি পাচ্ছে ‘কমিশনার’ ছবিটি।

আনোয়ার সিরাজি পরিচালিত এ ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সাইফ খান। সামাজিক-অ্যাকশন কাহিনীর এ ছবিতে আরো বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সিলভি, আনোয়ার সিরাজি, জ্যাকি আলমগীর, রেবেকাসহ আরো অনেকে।

FILM_innr_176350631

ছবিটি নিয়ে সাইফ খান বলেন, ‘এর আগে আমার ‘বন্ধু মায়া লাগাইছে’, ‘এক জনমের কষ্টের প্রেম’, ‘পালাবার পথ নাই’ ছবিগুলো মুক্তি পেয়েছে। এখানে আমাকে সম্রাট নামে প্রতিবাদী এক ছেলের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। আশা করছি, দর্শকদের ছবিটির কাহিনী ও গানগুলো সবার পছন্দ হবে।’

সাইফ খান সম্প্রতি বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনার ‘মা আমার অহংকার’ নামক ছবিতে অভিনয় করেছেন। এটি পরিচালনা করেছেন নাদিম মাহমুদ। এখানে তার বিপরীতে দেখা যাবে ওপার বাংলার নায়িকা মিষ্টি চক্রবর্তীকে। এছাড়া মিলন ভৌমিক পরিচালিত কলকাতার ছবি ‘আমিই টোটো’ এবং নার্গিস আক্তারের ‘যৈবতী কন্যার মন’ ছবিতে অভিনয় করছেন তিনি।



মন্তব্য চালু নেই