বিতর্ক বাড়তেই টুইটারে বেপাত্তা ‘বাচ্চা মেয়ে’ দেবপ্রিয়া চ্যাটার্জি
বিতর্ক বাড়তেই টুইটারে বেপাত্তা ‘বাচ্চা মেয়ে’ দেবপ্রিয়া চ্যাটার্জি। কলকাতার রাজপথে ট্রাফিক নিয়ম ভাঙার কারণে খবরের শিরোনামে উঠে আসে দেবপ্রিয়া। কিন্তু মুখ্যমন্ত্রীর সমর্থন পেয়ে এবার অন্য অবতারে দেখা গেল তাকে। সোশ্যাল মিডিয়ায় দেবপ্রিয়ার ‘লাগামছাড়া’ মন্তব্য। এই খবর প্রকাশ হতেই দেবপ্রিয়ার টুইটার প্রোফাইল @chattydebbyর কোনও অস্তিত্ব পাওয়া যায় না। তবে কী কারণে সোশাল মিডিয়া থেকে গা ঢাকালেন তার কোনও উত্তর এখনও পাওয়া যায়নি।
কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগের প্রথম বর্ষের ছাত্রী দেবপ্রিয়ার টুইটার থেকে ফেসবুক, কমেন্টের পাল্টা কমেন্টে বেড়েছে তরজা। কমেন্ট যত বেড়েছে বেপরোয়া হয়েছেন মেয়রের ভাইঝি । কোনওরকম সমালোচনা বরদাস্ত নয়। জবাব দিতে গিয়ে রীতিমতো তেলেবেগুনে দেবপ্রিয়া চ্যাটার্জি। কোথাও বলছেন এবারে পিষে মারবেন। কাউকে আবার অশিক্ষিত, অর্ধশিক্ষিত বলে গালিগালাজ করছেন। রেয়াত করেননি পুলিসকর্মীদেরও। তাঁরা নাকি দুর্নীতিগ্রস্ত । দাবি দেবপ্রিয়ার। দোষ মানতেও নারাজ মেয়রের ভাইঝি। সেখানেও যুক্তি হিসেবে খাড়া করছেন মুখ্যমন্ত্রীর বিবৃতি। মুখ্যমন্ত্রী বরাভয়ে এখন যেন আরও বেপরোয়া মেয়রের ভাইঝি।
মন্তব্য চালু নেই