পানি পান করতে গিয়ে গোল খেলেন চীনা গোলরক্ষক (ভিডিও)

ম্যাচ চলার সময় পানি পান করতে গিয়ে গোল খেয়ে বসলেন চীনের এক গোলরক্ষক। এমন অপেশাদারী আচরণের জন্য শাস্তিও পেতে হয়েছে তাকে।

ডেইলি মিররের এক প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি চীনের সুপার লিগে লিয়াওনিংয়ের বিপক্ষে ম্যাচে হাস্যকর ঘটনাটি ঘটান চংকিং লিফানের গোলরক্ষক সুই ওয়েইজি।

ডি-বক্সের ঠিক বাইরে একটি ফ্রি-কিক নেওয়ার প্রস্তুতি নিচ্ছিল লিয়াওনিংয়ের খেলোয়াড়েরা। ওই সময় ডান দিকে পোস্ট ঘেষে পানি পান করছিলেন সুই। আর ওই সুযোগে বাঁ দিক দিয়ে ঢুকে বিনা বাধায় বল জালে জড়ান মিডফিল্ডার ডিং হাইফেং।

গোল খাওয়ার পরও সুইয়ের তেমন কোনো ভাবান্তর ছিল না, যেন ঘটনাটি কি হলো তিনি বুঝতেই পারেননি।

ম্যাচ চলার সময় পরিস্থিতি না বুঝে এমন অপেশাদারী আচরণের জন্য পরে সমর্থকদের বিদ্রুপের মুখে পড়েন সুই। এছাড়া স্থানীয় গণমাধ্যমের খবর মতে, এই গোলরক্ষককে ৫ হাজার ২০০ পাউন্ড জরিমানা করেছে তার দল।

football football1 football2

ভিডিওঃ



মন্তব্য চালু নেই