সুবিধা বঞ্চিতরা মাতলো বিজয় দিবসে
বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে চলছে বিভিন্ন সামাজিক কার্যক্রম
রক্ত দেই জীবন বাঁচাই’ এই স্লোগানকে ধারণ করে সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষাথীদের সংগঠন বন্ধন ও গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজের সন্ধানী ইউনিট আয়োজন করেছে দিন ব্যাপি রক্ত দান কর্মসূচী। মহান বিজয় দিবস উপলক্ষ্যে তারা জাতীয় স্মৃতিসৌধের প্রধান ফটকে সকাল থেকে শুরু করেছেন তাদের কার্যক্রম। এর পাশাপাশি সামাজিক সংগঠন এর মাধ্যমে স্বল্প মূল্যে ব্লাড গ্রুপিং এবং ডায়াবেটিকস টেস্ট চলছে। এ সময় সাধারণ দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় ষ্টলগুলাতে। বন্ধনের জাকির হোসেন মানিক বলেন, আমরা অন্য বারের চেয়ে বেশী সাড়া পাচ্ছি এবার। সামনের দিনেও আমাদের কার্যক্রম অব্যহত থাকবে।
সুভিধাবঞ্চিত শিশুরা মাতলো বিজয় দিবসে:
সুভিধাবঞ্চিত শিশুদের বিজয় আনন্দ পরিপূ্র্ণ করার উদ্দেশ্যে এক ভিন্নধর্মী অনুষ্ঠানের আয়োজন করেছে সামাজিক সংগঠন ‘কৈ্লাস বৃক্ষ’। জাতীয় স্মৃতিসৌধ এলাকার যে সকল সুবিধা বঞ্চিত শিশুরা দিনে ফুল বিক্রিসহ আরও অন্যান্য কাজ করে থাকে তাদের অন্নের খোজে, তাদেরকে পড়াশোনা শেখানোসহ সার্বিক দিক থেকে সহায়তা করে এই সংগঠনটি। ১৬ দিসেম্বর দুপুর ২টায় খেলাধুলা দিয়ে এসব পথশিশুদের নিয়ে অনুষ্ঠান শুরু হয়। এখানে ১০০ মিটার দৌড়, চকলেট দৌড়, হা-ডুডুসহ ৬টি খেলার বর্ণাঢ্য আয়োজন ছিল। এরপর নাচ ও গানের আয়োজনে অংশগ্রহন করে এ সকল সুবিধা বঞ্চিত শিশুরা। জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে ছিল এ অনুষ্ঠানের আয়োজন। বিপুল পরিমাণ জনসমাগম লক্ষ করা গেছে সেখানে। পূরস্কার বিতরণী ও সান্ধ্যভোজের মাধ্যমে ৫টায় অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে। এ ধরণের ব্যাতিক্রমধর্মী উদ্দ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ দর্শনার্থীরা। কৈলাস বৃক্ষের সভাপতি “ওবায়দুল ভূইয়া” জানান-“আমারা জাতীয় স্মৃতিসৌধের প্রধান ফটকের সামনে আমাদের শিক্ষা কার্যক্রম পরিচালনা করি। প্রতিটি জাতীয় দিবসে এসব শিশুদের আনন্দ বর্ধনের জন্য এ রকম আয়োজন করে থাকি।”সামনের দিকে এ ধরনের আরো কাজ করবো সে আশাই রাখি । উল্লেখ্য, কৈলাস বৃক্ষ সংগঠনটি গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত।
মন্তব্য চালু নেই