নওগাঁয় ৪ দেহ ব্যবসায়ী ও ২ খদ্দেরকে কারাদন্ড ভ্রাম্যমান আদালতের

নওগাঁয় ৪ দেহ ব্যবসায়ী ও ২ খদ্দেরকে ভ্রাম্যমান আদালত কারাদন্ড প্রদান করেছেন। রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ জেলার ডিবি পুলিশ নওগাঁ শহরস্থ চকদেব পাড়ার এক বাসায় অভিযান চালিয়ে ঐ মহল্লার হারুনুর রশিদের স্ত্রী ফেন্সী আকতার (৪০), জেলার সাপাহার উপজেলার কোচকুড়িলী গ্রামের জসিম উদ্দিন আল মামুনের স্ত্রী সাথী (২৫), একই উপজেলার চকগোপাল গ্রামের দছিম উদ্দিনের মেয়ে শিউলী (২৫) ও ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার ছাপিলা গ্রামের আবুল হোসেনের মেয়ে তানিয়া আকতার (২০) এবং খদ্দের নওগাঁ শহরস্থ চকএনায়েত মহল্লার মাষ্টার পাড়া এলাকার আব্দুল খালেকের ছেলে নাদিম (২৫) ও একই মহল্লার সাজ্জাদ হোসেনের ছেলে স্নেহ (২৩) কে আটক করে। পরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেড লিংকন বিশ্বাস দেহ ব্যবসার অভিযোগে ৪ জনের ৩ মাস করে ও খদ্দের ২ জন কে ৬ মাসের কারাদন্ড প্রদান করেন। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে নওগাঁ শহরস্থ চকদেব পাড়ার হারুনুর রশিদের স্ত্রী ফেন্সী আকতার বিভিন্ন এলাকা থেকে দেহ ব্যবসায়ী সংগ্রহ করে ভ্রাম্যমান পতিতালয় গড়ে তোলে দাপটের সাথে এ ব্যবসা করে আসছিল। অভিযোগ রয়েছে ফেন্সী আকতার পরিচিত খদ্দেরের সঙ্গে ভাল ব্যবহার করলে ও বহিরাগত খদ্দেরের সঙ্গে প্রতারণা করে মোটা অংকের টাকা হাতিয়ে নিত। পুলিশ ফেন্সীর বাসায় অভিযানের সময় প্রতারণার কাজে ব্যবহৃত একাধিক খোলা নন জুডিশিয়াল ষ্ট্যাম্প ও যৌন উত্তেজক সামগ্রী উদ্ধার করে।



মন্তব্য চালু নেই