বিচারপতি জে এন দেব চৌধুরী মারা গেছেন
বিচারপতি জে এন দেব চৌধুরী মারা গেছেন। তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারক। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫১ বছর। তিনি ব্ল্যাড ক্যান্সারে আক্রান্ত ছিলেন।
বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
হাইকোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার সাব্বির ফয়েজ এ তথ্য নিশ্চিত করেছেন।
বিচারপতির গ্রামের বাড়ি সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার কায়স্ত গ্রামে। তার এক মেয়ে লন্ডনে ব্যারিস্টারি পড়ছেন। ছোট ছেলে পঞ্চম শ্রেণিতে পড়ালেখা করে বলে জানিয়েছেন হাইকোর্টের অপর অতিরিক্ত রেজিস্ট্রার মো. আজিজুল হক।
তাকে ২০১৫ সালের ১২ ফেব্রুয়ারি হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ দেয়া হয়। এর আগে তিনি ডেপুটি অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করেন।
মন্তব্য চালু নেই