বিকেলে ভারত যাচ্ছেন বাংলাদেশের গোয়েন্দারা

ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার (এনআইএ) সঙ্গে চাঞ্চল্যকর একাধিক ইস্যুতে বৈঠক করতে বৃহস্পতিবার বিকেলে ডিবির যুগ্ম কমিশনার মনিরুল ইসলামের নেতৃত্বে বাংলাদেশের গোয়েন্দা পুলিশের একটি প্রতিনিধি দল ভারতে যাচ্ছে।

বৃহস্পতিবার সকালে রাজধানীর মিন্টু রোডের ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলন শেষে মনিরুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

এসময় সফরের উদ্দেশ্য প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘গত ক’দিন আগে এনআইএ বাংলাদেশে এসেছিল। তখন তারা আমাদের বেশ কিছু তথ্যও দিয়েছিল। পাশাপাশি আমাদের কাছ থেকেও কিছু তথ্য চেয়েছিল। সেই তথ্য দেয়া এবং নতুন কোনো তথ্য তাদের কাছে আছে কি না সে বিষয়ে আলোচনা করতেই এই সফর।’

তিনি আরো বলেন, ‘ত্রিশালে প্রিজন ভ্যানে হামলা ও শিমুলিয়া মাদরাসায় বোমা তৈরির ব্যাপারে কিছু তথ্য আমাদের কাছে রয়েছে, সেগুলো যাচাই-বাছাই করবো। একই সঙ্গে আমাদের আনুমান, বাংলাদেশের মোস্ট ওয়ান্টেড তালিকার জেএমবি সদস্যসহ অন্তত ২০ থেকে ২৫ জন জঙ্গি ভারতে আত্মগোপনে রয়েছেন। এসব জঙ্গিদের ধরার ব্যাপারে এনআইএর সঙ্গে আলোচনা হবে।’

মনিরুল ইসলাম বলেন, ‘আমরা এখানে (বাংলাদেশে) জঙ্গি নিধন অভিযান চালালে কোনো জঙ্গি যেন পালিয়ে ভারতে প্রবেশ করতে না পারে, সে বিষয়েও এনআইএর সহযোগিতা চাওয়া হবে।’

উল্লেখ, পশ্চিমবঙ্গের বর্ধমানে বিস্ফোরণের ঘটনা তদন্তে চলতি নভেম্বর মাসের ১৭ তারিখে ভারতের জাতীয় তদন্ত সংস্থা এনআইএ প্রতিনিধিদল দুদিনের সফরে বাংলাদেশে আসে। সফরকালে বাংলাদেশের কর্মকর্তাদের সঙ্গে এনআইএ প্রতিনিধিদলের বৈঠকে পারস্পরিক তথ্যের আদান-প্রদান হয়।



মন্তব্য চালু নেই