বিএসএফের গুলিতে বাংলাদেশী ব্যবসায়ীর মৃত্যু
নওগাঁর সাপাহার সীমান্তে বিএসএফের গুলিতে জয়নাল আবেদিন (২৮) নামে এক বাংলাদেশী গরু ব্যবসায়ীর মৃত্যুর হয়েছে বলে জানা গেছে। শনিবার ভোরে সাপাহার উপজেলার আদাতলা সীমান্ত এলাকায় এ ঘটনাটি ঘটেছে। নিহত জয়নাল আবেদিন উপজেলার দক্ষিন পাতাড়ীগ্রামের তোহরাব আলীর ছেলে।বিজিবি-১৪ ব্যাটলিয়লেন অধিনায়ক লে: কর্ণেল রফিকুল হাসান পিএসসি জানান, শুক্রবার রাতে সাপাহার উপজেলার আদাতলা সীমান্ত এলাকার ৪২৪/১০ আর পিলারেরকাছ দিয়ে বাংলাদেশী গরু ব্যবসায়ী ২০/২৫ জনের একটি দল ভারতে যায়। ভারত থেকে ফেরার সময় ভারতের ছয়শ’ গজ ভেতরে বিএসএফ-৩১ রাঙ্গামাটি ক্যাম্পের সদস্যরা ধাওয়া করে গুলি চালায়। অন্যরা বাংলাদেশে পালিয়ে এলেও বিএসএফের গুলিতে জয়নাল আবেদিনের ঘটনাস্থলেই মৃত্যু হয় বলে জানা গেছে।তিনি আরো জানান, নিহতের ঘটনায় ইত্যে মধ্যে বিজিবি পক্ষে থেকে তীব্র প্রতিবাদ জানিয়ে পতাকা বৈঠকের জন্যে চিঠি দেয়া হয়েছে।
মন্তব্য চালু নেই