‘বিএনপি যুক্তরাষ্ট্রের কাছে গ্যাস বিক্রি করতে চেয়েছিল’

২০০১ সালে ক্ষমতায় আসার জন্য বিএনপি যুক্তরাষ্ট্রে গ্যাস বিক্রি করতে চেয়েছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন আমার কাছেও একই প্রস্তাব দিয়েছিল। কিন্তু গ্যাসের মালিক বাংলাদেশের জনগণ। আগে জনগণের চাহিদা পূরণ করতে হবে, এরপর ৫০ বছরের মজুদ রাখবো। অতিরিক্ত গ্যাস থাকলে বিক্রি করতে পারি তার আগে পারি না।’

বৃহস্পতিবার (০৬ এপ্রিল) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে ডিপ্লোমা কৃষিবিদ মহাসম্মেলনে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ হোক বিএনপি তা চায় না। কারণ খাদ্যে ঘাটতি থাকলে বিএনপি তা বাইরে দেখিয়ে সাহায্য আনবে, এটাই বিএনপির উদ্দেশ্য থাকে। আবার সেই সাহায্য যাদের প্রয়োজন তাদের হাতে না দিয়ে নিজেরাই সিংহভাগ ভোগ করবে এমনটাই চায় বিএনপি।



মন্তব্য চালু নেই