বিএনপি নেতা আটক, গাছ কেটে সড়ক অবরোধ

নোয়াখালীর সেনবাগে বিএনপি ও ছাত্রশিবির নেতাকে আটকের প্রতিবাদে বন বিভাগের গাছ কেটে সেনবাগ-সোনাইমুড়ী সড়ক অরোধ করেছেন দলীয় নেতাকর্মীরা।
রোববার সকালে আটকের পর বেলা ১২টার দিকে বিএনপি ও জামায়াত-শিবিরের নেতাকর্মীরা সড়ক অবরোধ করে।
আটককৃতরা হলেন- সেনবাগ পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও সেনবাগ কলেজ শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি আলাউদ্দিন আলো।
এলাকাবাসী জানান, নাশকতা সৃষ্টির আশঙ্কা ও সহিংসতা এড়াতে রোববার সকালে সেনবাগ বাজারে অভিযান চালিয়ে বিএনপি নেতা ফারুক বাবুল ও শিবির নেতা আলাউদ্দিন আলোকে আটক করে পুলিশ। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে বিএনপি, জামায়াত ও শিবিরের নেতাকর্মীরা উপজেলার সেনবাগ-সোনাইমুড়ী সড়কের বিভিন্ন স্থানে বন বিভাগের গাছ কেটে সড়ক অবরোধ করে। এ সময় ওই সড়কে আধা ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে পুলিশ ঘটনস্থলে পৌঁছে গাছগুলো সরিয়ে দিলে যানচলাচল স্বাভাবিক হয়।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, হরতাল সামনে রেখে নাশকতার পরিকল্পনার অভিযোগে তাদের আটক করা হয়েছে। বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা তাদের আটককে কেন্দ্র করে ৪-৫টি গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা করে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে তারা পালিয়ে যায়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
গাছ কাটার ঘটনায় বন বিভাগের পক্ষ থেকে মামলা করা হবে বলেও জানান ওসি মমিনুল ইসলাম।



মন্তব্য চালু নেই