‘বিএনপি নিবেদন করে বললে আলোচনা হতে পারে’

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম বলেছেন, ‘বিএনপি ভালোভাবে নিবেদন করে বললে আলোচনা হতে পারে।

সংবিধানের মধ্য থেকেই আলোচনা হবে। সংবিধানের মধ্যে থেকেই আাগামী নির্বাচনের বিভিন্ন আইন নিয়ে আলোচনা হতে পারে। আর আগামী নির্বাচনও সংবিধানের মধ্য থেকেই হবে।’

তিনি আরো বলেন, কোনো ক্রমেই আততায়ীর সঙ্গে, দুষ্কৃতির সঙ্গে আলোচনা হতে পারে না। তবে তার আগে বিএনপিকে লিখে দিতে হবে, জঙ্গিাবাদের সঙ্গে, সন্ত্রাসের সঙ্গে, আন্তর্জাতিক সন্ত্রাসবাদের সঙ্গে তাদের সম্পর্ক নেই।’

মঙ্গলবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ কমিটি আয়োজিত সেমিনারে তিনি এসব কথা বলেন।

ক্ষমতাসীন আওয়ামী লীগের এই উপ কমিটি ‘গণতন্ত্রের অগ্রযাত্রা ও সাফল্যের ১ বছর বাংলাদেশ আওয়ামী লীগের’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করে।



মন্তব্য চালু নেই