বিএনপি-জামায়াত গণহত্যা চালাচ্ছে

প্রধানমন্ত্রী বলেছেন, ‘বিএনপি-জামায়াত জোট হরতাল-অবরোধের নামে মানুষ হত্যা করছে। তারা খুনের দায় এড়াতে পারে না। মূলত তারা গণহত্যা চালাচ্ছে। তাদের এই নৃশংসতা কেউ মেনে নিতে পারে না। এ ধরনের নির্মম কর্মকাণ্ড বন্ধ করতে আল্লাহ তাদের সুমতি দিন।’

শেখ হাসিনা বৃহস্পতিবার সকালে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বার্ন ও প্লাস্টিক সার্জারী বিষয়ক ৪র্থ আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণকালে একথা বলেন।

দ্য সোসাইটি অব প্লাস্টিক সার্জনস বাংলাদেশ (এসপিএসবি) ৪ দিনের এই সম্মেলনের আয়োজন করছে।

প্রধানমন্ত্রী বলেন,‘ বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা আন্দোলনের নামে দেশব্যাপী ভীতিকর অবস্থার সৃষ্টি করেছে। মানুষ তাদের এই ধ্বংসাত্মক কর্মসূচিতে সাড়া দেয়নি। এ জন্য তারা পেট্রোল বোমা ছুঁড়ে মানুষ পুড়িয়ে মারার কৌশল নিয়েছে।

প্রধানমন্ত্রী বলেন,‘ বাংলাদেশের গড় প্রবৃদ্ধি অর্জন ৬ দশমিক ২ শতাংশ। মূল্যস্ফীতির হার ৬ শতাংশে নামিয়ে এনেছে সরকার। মাথাপিছু আয় ১ হাজার ১৯০ ডলারে উন্নীত হয়েছে। দারিদ্র্যের হার কমে ২৪ শতাংশে নেমে এসেছে। তা হলে আমাদের ব্যর্থতা কোথায়।’

তিনি বলেন, ‘বিএনপি জামায়াত জোটের আন্দোলন কেবল তাদের ব্যক্তি স্বার্থে, দেশ ও জনগণের স্বার্থে নয়।’

প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপি নেত্রী নির্বাচনে অংশ না নিয়ে ভুল করেছেন। এখন কেউ যদি রাজনৈতিকভঅবে ভুল করে তা হলে জনগণ সেই ভুলের খেসারত দেবে কেন?

৫ জানুয়ারির নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোটের অংশ না নেয়া তাদের রাজনৈতিক ভুল বলে মন্তব্য করেন শেখ হাসিনা।

তিনি বলেন, ‘ হরতালের জন্য বারবার এসএসসি পরীক্ষা পেছাতে হচ্ছে। আমাদের ভবিষ্যৎ বংশধরদের জীবনটাকে ধ্বংস করে দিয়ে কোন ধরনের আন্দোলন করছে বিএনপি।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের সম্পদের সীমাবদ্ধতা রয়েছে। এই সীমিত সম্পদ নিয়েও আপনারা দিন-রাত খেটে অগ্নিদগ্ধ রোগীদের চিকিৎসা দিয়ে যাচ্ছেন। এ জন্য আমি জাতির পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।’

অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালিক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে এসপিএসবি সভাপতি ডা. সামন্ত লাল সেন, স্বাস্থ্য সচিব সৈয়দ মঞ্জুরুল ইসলাম, এসপিএসবি মহাসচিব ডা. মো. আবুল কালাম, সম্মেলন প্রস্তুতি কমিটির চেয়ারম্যান প্রফেসর ব্রিগেডিয়ার জেনারেল (অব.) অঞ্জন কুমার দেব বক্তৃতা করেন।



মন্তব্য চালু নেই