‘দুর্নীতিবিরোধী লড়াইয়ে সফল হতে পারিনি’

দুর্নীতিবিরোধী লড়াইয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) সফল হতে পারেনি বলে মন্তব্য করেছেন কমিশন চেয়ারম্যান মো. বদিউজ্জামান।

রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ের কনফারেন্স রুমে বৃহস্পতিবার দুপুরে জিআইজেড বাংলাদেশের সহযোগিতায় ‘দুর্নীতি প্রতিরোধ’ শীর্ষক প্রশিক্ষণ কোর্সের সনদপত্র বিতরণ ও সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

কমিশন চেয়ারম্যান বলেন, ‘পাকিস্তান আমল থেকেই দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে আমরা সফল হতে পারিনি। আমাদের এ লড়াই অব্যাহত রয়েছে। সারাবিশ্বেই দুর্নীতির বিরুদ্ধে লড়াই চলছে।’

তিনি বলেন, ‘আমাদের দুর্ভাগ্যের বিষয় যে দুর্নীতি প্রতিরোধে অন্যান্য দেশ যেভাবে অগ্রগতি করেছে আমরা তাদের সঙ্গে তাল মেলাতে পারিনি।’

মো. বদিউজ্জামান আরও বলেন, ‘খারাপ লোকদের সঙ্গে আমাদের বসবাস। খারাপ লোকেরা কী করছে তা চিহ্নিত করাই আমাদের কাজ। জেলা-উপজেলায় ভাল লোকগুলো নিয়ে আমরা দুর্নীতি প্রতিরোধ কমিটি করেছি। প্রতিরোধ কমিটির সদস্যরা অরাজনৈতিক ও সমাজের সম্মানিত ব্যক্তি।’

অনুষ্ঠানে কমিশনের ২৯ জন কর্মকর্তার হাতে প্রশিক্ষণ কোর্সের সনদ তুলে দেওয়া হয়।

দুদক সচিব মো. মাকসুদুল হাসান খানের সভাপতিত্বে ও উপ-পরিচালক মো. আক্তার হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি দুদক কমিশনার (তদন্ত) মো. সাহাবুদ্দিন চুপ্পু, কমিশনার (অনুসন্ধান) ড. নাসিরউদ্দীন আহমেদ, মহাপরিচালক ড. মো. শামসুল আরিফিন, জিআইজেড বাংলাদেশের প্রতিনিধি টিং পং মুলারসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



মন্তব্য চালু নেই