বিএনপি জামাতের চোরাগুপ্তা হামলার প্রতিবাদে জেলা ১৪ দলের মানববন্ধনে এড. মুস্তফা লুৎফুল্লাহ এমপি

বিএনপি-জামাত অবরোধ হরতালের নামে মানুষ হত্যা’র রাজনীতিতে লিপ্ত হয়েছে

দেশব্যাপী বিএনপি জামাতের চোরাগুপ্তা হামলা, প্রেট্রোল বোমা নিক্ষেপ, নিরীহ জনগণের জান-মালের ক্ষতিসাধনের প্রতিবাদে জেলা ১৪ দল বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল করেছে।

শুক্রবার বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে সমাবেশে জেলা আওয়ামীলীগের সভাপতি মুনসুর আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন এড. মুস্তফা লুৎফুল্লাহ এমপি। এসময় তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়ার প্রতিহিংসার আগুনে জ্বলছে দেশ। তিনি কার্যালয়ে বসে সারাদেশে পেট্রোল বোমা মেরে মানুষ হত্যার নির্দেশ দিচ্ছেন। কিন্তু মানুষের রক্তের উপর দিয়ে ক্ষমতায় যাওয়ার স্বাদ তার কখনোই পূরণ হবে না। ২০ দলীয় জোট এদেশের মানুষের কল্যাণ চায় না। তারা জ্বালাও পোড়াও রাজনীতিতে বিশ্বাসী। নির্মমভাবে জামাত বিএনপির নেতা কর্মীরা গাড়ীতে প্রেট্রোল বোমা মেরে মানুষকে পুড়িয়ে মারছে। বিএনপি-জামাত অবরোধ হরতালের নামে মানুষ হত্যা’র রাজনীতিতে লিপ্ত হয়েছে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ সরকার দেশকে উন্নয়নের দিকে নিয়ে যাচ্ছে। দেশের এ উন্নয়ন কোন অপশক্তি রুখতে পারবেনা। অবিলম্বে আইন করে অবরোধ ও হরতাল বন্ধ করতে হবে এবং বিএনপি-জামায়াতের নৈরাজ্যের বিরুদ্ধে ১৪ দলের প্রতিটি নেতাকর্মীকে গন-আন্দোলন গড়ে তুলতে হবে।’

এসময় আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম, যুগ্ম সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, জেলা শ্রমিকলীগের সভাপতি সাইফুল করিম সাবু, জেলা জাসদের সভাপতিহ কাজী রিয়াজ, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু, জেলা ওয়ার্কাস পার্টির সম্পাদকমন্ডলীর সদস্য এড. ফাহিমুল হক কিসলু, মহিবুল্লাহ মোড়ল প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন আওয়ামীল নেতা শেখ নুরুল হক, যুবলীগ নেতা খন্দকার আরিফ হাসান প্রিন্স, আমজাদ হোসেন লাভলু, যুবমৈত্রীর সাধারণ সম্পাদক মফিজুল হক জাহাঙ্গীর প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা শ্রমিকলীগের সহ সভাপতি শেখ হারুন উর রশিদ।



মন্তব্য চালু নেই