প্রাণরক্ষা অর্ধশত যাত্রীর
বিএনপি-আ.লীগের প্রার্থীকে নিয়ে ডুবলো নৌকা
পটুয়াখালী জেলার কলাপাড়ায় আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত দুই মেয়র প্রার্থীসহ অর্ধশতাধিক যাত্রী নিয়ে খেয়া নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে অন্তত ১২ জনের বেশি যাত্রী।
রোববার সকাল ১০টার দিকে হাজীপুর সোনাতলা নদীতে খেয়া পারাপারের সময় নৌকাটি ডুবে যায়। এসময় দুই প্রার্থীসহ সব যাত্রীই সাঁতরে নদী তীরে উঠতে সক্ষম হয়।
বেঁচে যাওয়া দুই প্রার্থী হলেন- পটুয়াখালীর কুয়াকাটা পৌরসভার মেয়র পদের প্রার্থী আওয়ামী লীগ মনোনীত আব্দুল বারেক মোল্লা ও বিএনপি মনোনীত আব্দুল আজিজ মুসল্লী।
স্থানীয়রা জানায়, পৌর নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের শেষ দিনে রোববার সকালে ফলাফল জানার জন্য কলাপাড়া পৌর শহরে রওনা দেন দুই প্রার্থী। সোনাতলী নদী পার হওয়ার জন্য খেয়া নৌকায় ওঠেন প্রার্থীরা। কিন্তু সকাল পৌনে ১০টার দিকে হঠাৎ করেই অর্ধশতাধিক যাত্রী নিয়ে খেয়া নৌকাটি নদীতে ডুবে যায়।
এ সময় সব যাত্রী সাঁতরে কিনারে উঠেছে। তবে আহত হয় কমবেশি ১০/১২ জন যাত্রী। তবে নৌডুবির কারণে নদীতে পড়ে যাওয়া দুটি মোটরসাইকেল উদ্ধার করা যায়নি।
মন্তব্য চালু নেই