বিএনপির ইফতার খাওয়ায় বিভাগীয় কমিশনারকে শোকজ

বরিশাল বিভাগীয় কমিশনারকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আগামী ১৫ কার্য দিবসের মধ্যে ওই নোটিশের জবাব দিতে বলা হয়েছে।
বুধবার বিকেল ৩টায় নোটিশটি হাতে পাওয়ার কথা নিশ্চিত করেছেন বিভাগীয় কমিশনার মো. গাউস।
এর আগে রোববার বেলা সাড়ে ১২টার দিকে নোটিশটি বিভাগীয় কমিশনারের দপ্তরে আসে। সরকারি চাকরিবিধি অমান্য করে রাজনৈতিক দলের কর্মসূচিতে অংশ গ্রহণ করায় বিভাগীয় কমিশনারকে এ নোটিশ দেয়া হয়।

উল্লেখ্য, গত ৫ জুলাই বরিশাল নগরীর অশ্বিনী কুমার হলে জেলা (দক্ষিণ) বিএনপি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে আমন্ত্রণ জানানো হয় বরিশাল প্রশাসন, রাজনৈতিক, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিদের। ওই ইফতারে অতিথি হিসেবে অংশ নেন বরিশাল বিভাগীয় কমিশনার মো. গাউস।

পরদিন ৬ জুলাই সংবাদটি জাতীয় ও স্থানীয় দৈনিক পত্রিকাগুলোতে প্রকাশ হলে দৃষ্টি পড়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের।

জানতে চাইলে বরিশাল বিভাগীয় কমিশনার মো. গাউস বাংলামেইলকে বলেন, ‘৫ জুলাই অশ্বিনী কুমার হলে যে বিএনপির ইফতার সেটা আমার জানা ছিল না। হঠাৎ করে চলে যাওয়ার পর সেখানে গিয়ে দেখি ইফতারের সময় হয়ে গেছে তাই অংশ গ্রহণ করি। সরকারি চাকরিবিধিতে ধর্মীয় যে কোনো অনুষ্ঠানে অংশ গ্রহণ করার বিধান রয়েছে।’



মন্তব্য চালু নেই