বাড়ি থেকে ডেকে নিয়ে গরু ব্যবসায়ীকে হত্যা

সাতক্ষীরার তালা উপজেলায় বাড়ি থেকে ডেকে নিয়ে কাজী আবু বকর সিদ্দিক জনি (৩৮) নামের এক গরু ব্যবসায়ীকে হত্যা করেছে দুর্বৃত্তরা।

উপজেলার কুমিরা ইউনিয়নের গৌরীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

শনিবার সকালে বাড়ির কাছে একটি পাটক্ষেত থেকে জনির লাশ উদ্ধার করে পুলিশ।

জনি গৌরীপুর গ্রামের কাজী আবদুর রহমানের ছেলে। তিনি নিরীহ প্রকৃতির ছিলেন বলে জানা গেছে।

পুলিশের ভাষ্য, জনির গলায় গামছা পেঁচানো ছিল। তাঁর নাক ও কান দিয়ে রক্ত ঝরছিল।

নিহত জনির ভাই কাজী রনি জানান, শুক্রবার রাত ১০টার দিকে কে বা কারা তাঁর ভাইকে মুঠোফোনে বাড়ি থেকে ডেকে নেয়। এরপর থেকে রাতভর জনির কোনো খোঁজ পাওয়া যায়নি। তাঁর মুঠোফোনটিও ছিল বন্ধ।

কাজী রনি আরো বলেন, ‘শনিবার সকালে বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে একটি পাটক্ষেতের আড়ালে তাঁর লাশ পড়ে থাকার খবর পাই। পরে থানায় জানালে পুলিশ লাশটি উদ্ধার করে।’

জানতে চাইলে পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) তরিকুল ইসলাম বলেন, ‘তাঁর গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।’

ওসি আরো জানান, ব্যবসা অথবা অন্য কোনো কারণে শত্রুতাবশত জনিকে কৌশলে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে । হত্যার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে। তাঁর লাশ সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।



মন্তব্য চালু নেই