বাসে যৌন হয়রানি রোধে কমিটি গঠন

বাসে যৌন হয়রানি রোধে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে জাতীয় নিরাপত্তা কাউন্সিলের জরুরি সভায় এই কমিটি গঠন করা হয়।

সভা শেষে সড়ক পরিবহনমন্ত্রী জানান, কমিটি যাত্রীদের সব সুযোগ সুবিধা ও নিরাপত্তার বিষয়গুলি দেখবে। বাসে যেন কোনো ধরনের যৌন হয়রানির মতো ঘটনা আর না ঘটে কমিটি সে ব্যাপারটিও খতিয়ে দেখবে।

এছাড়া সভায় শীতকালে দুর্ঘটনা রোধে মহাসড়কে চলাচলরত সব ধরনের যানবাহনে লাইট জ্বালিয়ে চলাচল করার নির্দেশ দেওয়া হয়েছে।

ওবায়দুল কাদের বলেন, গত বছরের চেয়ে এবার সড়ক দুর্ঘটনা তুলমামূলক কমেছে। তারপরেও গত কয়েকদিন আগে বঙ্গবন্ধু সেতুতে যে দুর্ঘটনা ঘটেছে তা চালকদের অসাবধানতার কারণেই ঘটেছে। আমরা চাই বাংলাদেশের কোনো সড়ক-মহাসড়কে যেন আর এ ধরনের দুর্ঘটনা না ঘটে। সেজন্য প্রতিটি জেলায় জেলায় চালকদের প্রশিক্ষণ দেওয়া হবে।

এসময় আরও উপস্থিত ছিলেন নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন ও স্থানীয় সরকার বিভাগের সচিব আব্দুল মালেক প্রমুখ।



মন্তব্য চালু নেই