বাসের ধাক্কায় প্রাণ গেল দুই পোলিং অফিসারের
ঠাকুরগাঁওয়ে পঞ্চম ধাপের নির্বাচনের দায়িত্ব পালন করতে যাওয়ার সময় বাসের ধাক্কায় দুই পোলিং অফিসার নিহত হয়েছেন। শনিবার সকাল সাতটার দিকে মুন্সিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সদর উপজেলার দারাজগাঁও গ্রামের বিমল চন্দ্র ও একই উপজেলার কালেশ্বরগাঁও গ্রামের ফিরোজা বেগম। ওই দুজন দারাজগাঁও ও কালেশ্বরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। পঞ্চম দফা ইউপি নির্বাচনে তারা সদর উপজেলার বালিয়া ইউনিয়ন ভোটকেন্দ্রে পোলিং অফিসারের দায়িত্ব পালন করতে যাচ্ছিলেন।
জেলা নির্বাচন কর্মকর্তা শুকুর মাহমুদ জানান, নির্বাচনের দায়িত্বে থাকা ওই দুই কর্মকর্তা সকালে একটি মোটরসাইকেলে করে সদর উপজেলার বালিয়া ইউনিয়নে দায়িত্ব পালন করতে যাচ্ছিলেন। মুন্সিরহাট এলাকায় আসার পর বিপরীত দিক থেকে আসা নাবিল পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে দুই পোলিং অফিসার ঘটনাস্থলেই মারা যান। হতাহতদের নামপরিচয় জানা যায়নি।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মন্তব্য চালু নেই