প্রাণ বাঁচাতে সরে দাঁড়ালেন বিএনপি প্রার্থী

প্রাণনাশের হুমকিতে ভোটগ্রহণের মাত্র কয়েক ঘণ্টা আগে সরে দাঁড়িয়েছেন নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার নগর ইউনিয়নের বিএনপি প্রার্থী হযরত আলী। আওয়ামী লীগ প্রার্থী মোছা. নিলুফার ইয়াছমিন ডালুর সমর্থকদের হুমকিতে ভোট থেকে সরে দাঁড়িয়েছেন বলে সংবাদ সম্মেলনে দাবি করেন তিনি।

শুক্রবার রাতে শহরের আলাইপুরে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ সংবাদ সম্মেলন হয়।

বিএনপি প্রার্থী হযরত আলী অভিযোগ করেন, আওয়ামী লীগ প্রার্থী ও তার সমর্থকরা বাড়িতে পুলিশ পাঠিয়ে কর্মীদের হয়রানি করছে। ভোটারদের কেন্দ্রে না যেতে হুমকি দিয়ে আসছিল। তারপরও আমি মাঠে ছিলাম। কিন্তু শুক্রবার বিকালে আ.লীগ প্রার্থী মোছা. নিলুফার ইয়াছমিন ডালুর সমর্থকরা প্রাণনাশের হুমকি দেয়ায় বাধ্য হয়ে নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছি।

তবে বিএনপি প্রার্থীর এসব অভিযোগ অস্বীকার করেছেন আওয়ামী লীগ প্রার্থী মোছা. নিলুফার ইয়াছমিন ডালু। তিনি বলেন, ভোটে নিশ্চিত পরাজয় জেনে বিএনপি প্রার্থী ভোট থেকে সরে দাঁড়িয়েছেন।

সংবাদ সম্মেলনে ছিলেন- জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক, সদর উপজেলা বিএনপির সভাপতি রহিম নেওয়াজ, বড়াইগ্রাম উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আব্দুল কাদের প্রমুখ।

প্রসঙ্গত, শনিবার ওই ইউনিয়নে ভোট চলছে।



মন্তব্য চালু নেই