রাজবাড়ীর কিছু খবর :

বালিয়াকান্দিতে বারি মসুর-৬ চাষের মাঠ দিবস অনুষ্ঠিত

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বালিয়াকান্দি সদর ইউনিয়নের চামটা গ্রামে মঙ্গলবার বারি মসুর-৬ চাষের মাঠ দিবস অনুষ্ঠিত হয়। এ মাঠ দিবসে প্রধান অতিথি ছিলেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক নিবাস চন্দ্র দেবনাথ। তিনি অস্ট্রেলিয়ান সেন্টার ফর এগ্রিকালচারাল রিচার্স ইনস্টিটিউট ( রাইস পালস প্রজেক্ট) এর অর্থায়নে এ ব্লকের বারী মসুর-৬ চাষী গিরিশ চন্দ্র ঘোষের ক্ষেতের ফলন দেখে সন্তোষ প্রকাশ করেন। পরে এলাকার কৃষকদের নিয়ে মাঠ দিবসের আলোচনা সভায় উন্নতজাতের ডাল চাষে উদ্বুদ্ধ করতে প্রধান অতিথির বক্তব্যে দেন। মাঠ দিবসে আরও উপস্থিত ছিলেন, বালিয়াকান্দি উপজেলা কৃষি অফিসার মো. নুরুল হক, কৃষি সম্প্রসারন অফিসার গোলাম সামদানি, সহকারী কৃষি সম্প্রসারন অফিসার মো. আব্দুস সাত্তার মোল্লা ও শালমারা ব্লকের উপসহকারী কৃষি অফিসার শ্যামল কুমার দে, কৃষক গিরিশ চন্দ্র ঘোষ প্রমুখ। মাঠ দিবসে ৫০ জন কৃষাণ- কৃষানী উপস্থিত ছিলেন।

 

আড়কান্দি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
ডিজিটাল বাংলাদেশ গড়তে হলে শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে এ শ্লোগান নিয়ে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের আড়কান্দি উচ্চ বিদ্যালয়ে মঙ্গলবার দুইদিনব্যাপী বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বিদ্যালয়ের সভাপতি মজিবর রহমান মৃধার সভাপতিত্বে উপস্থিত ছিলেন, বহরপুর ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম, প্রাক্তন প্রধান শিক্ষক প্রমথ কুমার দাস, প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আঃ কাদের মোল্যা প্রমুখ। দুইদিনব্যাপী বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে ম্যানেজিং কমিটির সদস্য, অভিভাবক ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

 

বালিয়াকান্দিতে ৯৪টি বিদ্যালয়ে উৎসব মুখর পরিবেশে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত
গণতান্ত্রিক চর্চার লক্ষে প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীদের মধ্যে তৈরী করতে মঙ্গলবার রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ৯৪টি বিদ্যালয়ে উৎসব মুখর পরিবেশে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা শিক্ষা কর্মকর্তা আঃ কাদের মিয়া জানান, বালিয়াকান্দি উপজেলার নারুয়া, বালিয়াকান্দি, জঙ্গল, নবাবপুর, ইসলামপুর, বহরপুর ও জামালপুর ইউনিয়নের ৯৪টি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। শিক্ষার্থীরা প্রিজাইডিং অফিসার, পোলিং এজেন্ট, আইনশৃঙ্খলা রক্ষাসহ সকল কার্যক্রম নিজেদের মধ্যে থেকে করেছে। নির্বাচনে ৭টি পদ পরিবেশ সংরক্ষণ, পুস্তক ও শিক্ষণ সামগ্রী, স্বাস্থ্য, ক্রিড়া ও সাংস্কৃতি, পানি সম্পদ, বৃক্ষরোপন ও বাগান তৈরী এবং অভ্যর্থনা ও আপ্যায়ন রাখা হয়েছে। অন্যান্য জাতীয় নির্বাচনের মতো পোষ্টারিংসহ সকল প্রকার আয়োজন ছিল। এ নির্বাচন বেশ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

 

মাজবাড়ী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের মাজবাড়ী উচ্চ বিদ্যালয়ে মঙ্গলবার সকালে দুই দিনব্যাপী বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা শুরু হয়েছে।
স্কুলের প্রধান শিক্ষক ( ভারপ্রাপ্ত) অমরেশ চক্রবর্তীর সভাপতিত্বে উদ্বোধন করেন, স্কুলের সভাপতি আব্দুর রউফ বিশ্বাস। এসময় উপস্থিত ছিলেন, দাতা সদস্য আজিজ ইকবাল, সদস্য কাজী মোক্তার হোসেন, মানিক শিকদার, আলিনুর হোসেন, ফজলু বিশ্বাস, কো-অপ্ট সদস্য আজিজুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি আতাউর রহমান ফিরোজ, শরিফুল ইসলাম, রিনা আক্তার প্রমুখ। দিনব্যাপী ক্রিড়া প্রতিযোগিতায় স্কুলের শিক্ষার্থীরা অংশ গ্রহন করে। এসময় অভিভাবকরা উপস্থিত ছিলেন। বুধবার সাংস্কৃতিক প্রতিযোগিতার মধ্যে দিয়ে সম্পন্ন হবে।

 

বালিয়াকান্দিতে লোক দেখানো পল্লী চিকিৎসকদের ১ দিনের প্রশিক্ষণ কর্মশালা
রাজবাড়ীর বালিয়াকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সে মঙ্গলবার যক্ষা রোগ নিয়ন্ত্রনে লোক দেখানো পল্লী চিকিৎসকগণের ভূমিকা শীর্ষক ১ দিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ডেমিয়েন ফাউন্ডেশনের আয়োজনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সুফিয়া ইয়াসমিন, ডা: অশোক কুমার মোদক, রাজবাড়ী ডেমিয়েন ফাউন্ডেশনের যক্ষা কুষ্ঠ নিয়ন্ত্রন কর্মকর্তা সুরুজ কুমার বসুর উপস্থিতিতে ফটোসেশনের মধ্যে দিয়ে কর্মশালা শেষ হয়। প্রশিক্ষণে উপজেলার ৭টি ইউনিয়নের ২৫জন পল্লী চিকিৎসকের অংশগ্রহণ করার কথা থাকলেও তা ছিল লোক দেখানো ও ফটো সেশনের মধ্যে সীমাবদ্ধ ছিল। এনিয়ে পল্লী চিকিৎসকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।



মন্তব্য চালু নেই