রংপুরে দুঃস্থ মহিলাদের মাঝে ভিজিডি কার্ড বিতরণ

আরডিআরএস বাংলাদেশ অগ্রণী (মানুষের জন্য) প্রকল্পের উদ্যোগে রংপুর সদরের চন্দনপাট ইউনিয়নে দুঃস্থ মহিলা উন্নয়ন কর্মসূচির আওতায় পরবর্তী ২৪ মাস চক্রের ( ১ জানুয়ারী ২০১৫ থেকে ৩১ ডিসেম্বর ২০১৬) ভিজিডি উপকারভোগী কার্ড বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

সোমবার এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার প্রিয় সিন্ধু তালুকদার।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজ সেবা অফিসার জয়নাল আবেদীন, প্রোগ্রাম অফিসার লায়লা আক্তার বানু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চন্দনপাট ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ সহিদুল ইসলাম।

আরডিআরএস কর্তৃপক্ষ হিসেবে উপস্থিত ছিলেন কর্মসূিচ ব্যবস্থাপক মেরিনা আহমেদ। এছাড়াও অংশগ্রহণকারী হিসেবে ছিলেন ইউপি সদস্য, ইউপি স্ট্যান্ডিং কমিটির সদস্য, উপজেলা ও ইউনিয়ন সামাজিক উন্নয়ন বিষয়ক ফোরামের সভাপতি আ: রহিমসহ সুশীল সমাজের প্রতিনিধিগণ।

অনুষ্ঠনটি পরিচালনা করেন অগ্রণী (মানুষের জন্য) প্রকল্পের মাঠ সমন্বয়কারী কহিনুর ইসলাম ও সহায়তাকারী হিসেবে ছিলেন বিপাশা হায়াত । এর আগে বাল্য বিবাহ ও মাদক নিয়ন্ত্রন বিষয়ক মতবিনিময় সভা এবং লাহিরির হাট কৃষি ক্লাবে উপজেলা উন্নয়ন ফোরাম সভা অনুষ্ঠিত হয়।

ফোরামের উদ্যোগে ২০১৪ সালে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান, বিদ্যালয়ে ফ্যান, ফার্ণিচার প্রদান, বাল্যবিবাহ প্রতিরোধ, মাদকদ্রব্য নিয়ন্ত্রন, কৃষি কাজে উন্নয়ন সহ সমাজে নানা ধরণের উন্নয়নমুলক কাজ পরিচালনা করা হচ্ছে। উক্ত সভায় উপজেলা উন্নয়ন ফোরাম সভাপতি ওহাব মিঞার সভাপতিত্বে উপস্থিত ছিলেন প্রকল্প সমন্বয়কারী এনায়েতুল্লাহসহ সদস্যবৃন্দ।



মন্তব্য চালু নেই