বার্গম্যান এ দেশে কী করছে খতিয়ে দেখার নির্দেশ

সাংবাদিকতার নামে ডেভিড বার্গম্যান এ দেশে কি করছেন তা খতিয়ে দেখতে সরকারকে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

মঙ্গলবার বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন।

উল্লেখ্য, মঙ্গলবার ডেভিড বার্গম্যানের আদালত অবমানান বিষয়ে আদেশ দেন ট্রাইব্যুনাল। এদিন রায়ে বার্গম্যানকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে সাত দিনের কারাদণ্ড দেয়া হয়। এছাড়াও, আদেশে যতক্ষণ পর্যন্ত কোর্ট শেষ না হবে ততক্ষণ পর্যন্ত বার্গম্যানকে দাঁড়িয়ে থাকতে বলা হয়।

ডেভিড বার্গম্যান বাংলাদেশের বিশিষ্ট আইনজীবী ড. কামাল হোসেনের মেয়ে ব্যারিস্টার সারা হোসেনের স্বামী এবং নিউ এজ পত্রিকার বিশেষ প্রতিবেদন বিষয়ক সম্পাদক।

বার্গম্যান ২০১১ সালের ১১ নভেম্বর ও ২০১৩ সালের ২৮ জানুয়ারি তার ব্লগে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল নিয়ে অবমাননাকর মন্তব্য করেন।

এ ঘটনায় গত ২০ ফেব্রুয়ারি বার্গম্যানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ ওঠে।

ব্লগে লেখার বিষয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চেয়ে আবেদন করেন হাইকোর্টের আইনজীবী অ্যাডভোকেট আবুল কালাম আজাদ। আজ মঙ্গলবার ট্রাইব্যুনাল তাকে দণ্ডিত করেন।



মন্তব্য চালু নেই