ক্ষমা চাইলেন শাহদীন মালিকসহ ১৪ জন
বার্গম্যানের সাজায় ৫০ নাগরিকের উদ্বেগ
সংবিধান প্রণেতা ড. কামাল হোসেনের জামাতা ব্রিটিশ নাগরিক ও সাংবাদিক ডেভিড বার্গম্যানকে পাঁচ হাজার টাকা জরিমানা করে ট্রাইব্যুনালের দেয়া আদেশের বিষয়ে বিবৃতি দেন শাহদীন মালিকসহ ৪৯ নাগরিক। এ বিবৃতির কারণে আদালত অবমাননার অভিযোগে জারি করা রুলের শুনানিতে ট্রাইব্যুনালে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করলেন শাহদীন মালিকসহ ১৪ জন।
সুপ্রিমকোর্টের আইনজীবী ড. শাহদীন মালিক, তত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এম হাফিজ উদ্দিনের পক্ষে অ্যাডভোকেট শামসুল হক, সুজনের সম্পাদক বদিউল আলম মজজুমদার ও আসিফ নজরুলসহ ১২ জনের পক্ষে জ্যোতির্ময় বড়ুয়া আদালতের কাছে মঙ্গলবার নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার বরাবর মঙ্গলবার এসব ব্যক্তিদের পক্ষে তাদের আইনজীবী নিঃশর্ত ক্ষমার আবেদন জমা দেন।
শাহদীন মালিক ছাড়া অন্য ব্যক্তিরা হলেন- তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এম হাফিজ উদ্দিন, বদিউল আলম মজুমদার, রাশেদা কে চৌধুরী, ইমতিয়াজ আহমেদ, আমেনা মহসিন, নাইলা খান, শাহনাজ হুদা, সৈয়দা রেজওয়ানা হাসান, আসিফ নজরুল খান, জাকির হোসাইন, অরুপা রাহী, সাইনা আক্তার, ইলিরা দেওয়ান।
এছাড়া আরো ২৫ বিশিষ্ট নাগরিক এ রুলের শুনানির জন্য আদালতের কাছে সময়ের আবেদন করেছেন। এর মধ্যে বাংলাদেশে অবস্থানরত ১৪ জনের আবেদন আমলে নিয়েছেন আদালত। এছাড়া বিদেশে অবস্থানরত ১১ জনের আবেদন আমলে না নিয়ে যথাযথ প্রক্রিয়ায় (দূতাবাসের মাধ্যমে) আবেদন করতে বলা হয়েছে।
জানা গেছে, বিদেশি ওই ১১ ব্যক্তি ট্রাইব্যুনালের কাছে ই-মেইলের মাধ্যমে সময়ের আবেদন করেছেন। তবে এ বিষয়ে আদালত বলেছেন, ‘সঠিক মাধ্যমে অর্থাৎ আইনজীবীর মাধ্যমে আবেদন দাখিল করতে হবে।’
একই সঙ্গে জাফর উল্লাহ চৌধুরীসহ ১০ বিশিষ্টজন নিজের পক্ষে নিজেই শুনানি করবেন উল্লেখ করে তাদের পক্ষে ব্যাখ্যা দাখিল করছেন।
এসব নাগরিকদের আবেদন গ্রহণ শেষে আগামী ৮ ফেব্রুয়ারি এ বিষয়ে পরর্বতী আদেশ দেয়া হবে বলে জানিয়েছেন ট্রাইব্যুনাল।
ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসোনের নেতৃত্বে তিন সদেস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পরবর্তী আদেশেরে দিন ধার্য করেন।
এ ব্যাপারে জানতে চাইলে গণস্বাস্থের ট্রাস্টি জাফর উল্লাহ চৌধুরী সাংবাদিকদেরকে বলেন, ‘আমরা আদালতের নিকট বিবৃতির বিষয়ে নিজেরাই ব্যাখ্যা করবো।’
তিনি বলেন, ‘সংবিধানের ৩৯ অনুচ্ছেদ অনুযায়ী বাক স্বাধীনতার অধিকারে বিবৃতি প্রদান করেছি।’
এদিকে ‘বার্গম্যানের সাজায় ৫০ নাগরিকের উদ্বেগ’ সংক্রান্ত প্রকাশিত সংবাদে সব নাগরিকের দেয়া পূর্ণাঙ্গ বিবৃতির কপি ট্রাইব্যুনালের রেজিস্ট্রার কার্যালয়ে জমা দিতে দৈনিক প্রথম আলোর সম্পাদককে গত ২৮ ডিসেম্বর নির্দেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
প্রথম আলোর পক্ষ থেকে বিবৃতির কপি ট্রাইব্যুনালে জমা দেয়ার পর গত ১৪ জানুয়ারি শাহদীন মালিকসহ মোট ৪৯ নাগরিককে তাদের দেয়া বিবৃতি সম্পর্কে ব্যাখ্যা প্রদানের আদেশ দেয়া হয়।
আদালতের নির্দেশে তারা আজ তাদের পক্ষে ব্যাখ্যা প্রদান করেন।
মন্তব্য চালু নেই